• দিতিপ্রিয়া রায় ও জীতু কামালের বিবাদ অব্যাহত
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৫
  • দিতিপ্রিয়া রায় ও জীতু কামালের বিবাদ অব্যাহত। সূত্রের খবর, জীতুর বিরুদ্ধে আর্টিস্ট ফোরামে অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী। মহিলা কমিশনেও নাকি তিনি অভিযোগ করেছেন। আর্টিস্ট ফোরামে দিতিপ্রিয়ার অভিযোগের ভিত্তিতে কী সিদ্ধান্ত হয় সে বিষয়ে নজর রয়েছে সব মহলের। রবিবার সন্ধ্যায় আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, ‘এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।’ তবে মুখ খুলতে চাননি মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়।

    বেশ কয়েকদিন ধরেই ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিককে ঘিরে অশান্তি চলছে। ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র আর্য এবং অপর্ণার রসায়নে অল্প দিনেই জনপ্রিয়তা পেয়েছিল এই ধারাবাহিক। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফল ছিল। কিন্তু আচমকা ছন্দপতন হয়। তাঁদের অশান্তির জেরে এই ধারাবাহিক বন্ধ হওয়ার উপক্রম হয়। মাঝে শোনা গিয়েছিল, ধারাবাহিক থেকে সরে যেতে পারেন জীতু। যদিও পরে তিনি নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে জানান, দর্শক ও টেকনিশিয়ানদের কথা মাথায় রেখে তিনি সিরিয়ালটি ছাড়েননি। এই আবহে জীতুর বিরুদ্ধে আর্টিস্ট ফোরামে অভিযোগ জানানোর কথা সামনে আসে। তবে কী কী অভিযোগ জীতুর বিরুদ্ধে রয়েছে, তা এখনও খোলসা করা হয়নি। এ বিষয়ে দিতিপ্রিয়া আগে বলেছিলেন, তিনি যা বলার জনসমক্ষে বলবেন। তবে জীতু বরাবর নীরব থেকেছেন। এখন শোনা যাচ্ছে, দিতিপ্রিয়া নিজেই ধারাবাহিক থেকে সরে যেতে পারেন। সূত্রের খবর, অপর্ণা চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী প্রত্যুষা পালকে। প্রত্যুষার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। এই ঘটনায় দর্শকমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
  • Link to this news (বর্তমান)