নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিএফে পেনশন বৃদ্ধি নিয়ে ফের সরব হতে দিল্লিতে বড় আন্দোলনের ডাক দিয়েছেন প্রবীণরা। তার আগে আঞ্চলিক স্তরেও প্রতিবাদ সভার আয়োজন করা হচ্ছে দেশের নানা প্রান্তে। কলকাতাতেও তেমনই একটি মিছিল ও পথসভার ডাক দিলেন পেনশনভোগীরা। পেনশনের অঙ্ক মাসিক সাড়ে সাত হাজার টাকা করা, তার সঙ্গে ডিএ যুক্ত করা এবং বিনামূল্যে চিকিৎসার সুযোগ সহ অন্যান্য দাবিতে আন্দোলন করছে ইপিএস-৯৫ পেনশনভোগীদের ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি। তাদেরই পশ্চিমবঙ্গ শাখা আগামী ২৬ নভেম্বর, বুধবার মধ্য কলকাতায় প্রতিবাদ সভা করবে।
সংগঠনের রাজ্য সভাপতি তপন দত্ত বলেন, ‘আমরা শিয়ালদহ কোলে মার্কেটের সামনে জমায়েত করব সকাল ১১টা নাগাদ। সেখান থেকে মিছিল করে বউবাজার ব্যাঙ্ক অব বরোদার সামনে যাওয়া হবে। সেখানে বড় জনসভার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ তিনি আরও জানান, দিল্লির যন্তরমন্তরে আগামী মাসের চার ও পাঁচ তারিখ তাঁরা একটি বড় সমাবেশ করতে চলেছেন। তারই প্রস্তুতিপর্ব হিসেবে ওই জমায়েত হবে বউবাজারে। তপনবাবুর কথায়, ‘বছরের পর বছর আন্দোলন চালিয়েও কেন্দ্রীয় সরকারের টনক না নড়ায় আমাদের আন্দোলনের ঝাঁঝ বাড়ানো ছাড়া উপায় নেই।’ সংগঠনের সচিব (অর্থ) অমিয়কুমার দাস বলেন, ‘আমরা প্রতিবাদের অন্যতম কর্মসূচি হিসেবে বিভিন্ন এলাকায় পোস্টারিংয়ের উদ্যোগ নিয়েছি। ৭০ থেকে ৮০ বছর বয়স্করা নিজেদের হকের পেনশন আদায়ে রাস্তায় নেমে এই কাজ করছেন। এতে সরকারের মর্যাদা বাড়ছে বলে আমাদের মনে হয় না। কিন্তু সরকার এসব নিয়ে কি আদৌ চিন্তিত?’