তামিলনাড়ুতে ভয়াবহ পথদুর্ঘটনা। দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত কমপক্ষে ৮ জন, আহত হয়েছেন ২৮ জন। সোমবার সকালে তামিলনাড়ুর তেনকাসিতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মাদুরাই থেকে সেনকোট্টাই যাচ্ছিল যাত্রিবাহী একটি বাস। অন্যটি তেনকাসি থেকে কোভিলপট্টি যাচ্ছিল। তেনকাসিতেই একেবারে মুখোমুখি চলে আসে বাস দু’টি। সংঘর্ষের জেরে একটি বাস দুমড়ে মুচড়ে গিয়েছে। অন্যটির অবস্থাও শোচনীয়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সেনকোট্টাইগামী বাসটি বেপরোয়া ভাবে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে অন্য বাসটিকে ধাক্কা মারে। তাতেই এতগুলো ৬ জন মারা গিয়েছেন বলে অভিযোগ তাঁদের। ২৮ জন যাত্রী গুরুতর আহত হওয়ায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগ চলছে তামিলনাড়ুতে। প্রবল বৃষ্টিতে ভাসছে তিরুনেলভেলি ও তেনকাসি জেলা। এরই মধ্যে প্রাণঘাতী পথদুর্ঘটনা।