• ধানক্ষেত থেকে উদ্ধার মানুষের কঙ্কাল, চাঞ্চল্য জয়নগরে
    এই সময় | ২৪ নভেম্বর ২০২৫
  • জয়নগরের ব্যাঁটরা এলাকার ধানক্ষেত থেকে উদ্ধার মানুষের কঙ্কাল। সোমবার সকালে স্থানীয় কৃষকরাই প্রথমে কঙ্কাল মাঠে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় জয়নগর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায়। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    পুলিশ সূ্ত্রে খবর, উদ্ধার হওয়া কঙ্কালটি কার তা এখনও জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকদিন আগে এলাকার যুবক শৌভিক হালদার নিখোঁজ হয়েছিলেন। এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। পুলিশ খতিয়ে দেখছে কঙ্কালটি শৌভিকের নাকি অন্য কারও।

    পুলিশ ইতিমধ্যেই ময়নাতদন্ত এবং DNA পরীক্ষার জন্যে কঙ্কালটি স্থানীয় পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে পাঠিয়েছে। জয়নগর থানার সঙ্গে যৌথ ভাবে তদন্তে নেমেছে বকুলতলা থানার পুলিশও।

    স্থানীয় বাসিন্দা সুকুর আলি মোল্লা বলেন, ‘প্রতিদিনের মতোই আমরা সকালে মাঠে এসেছিলাম। কঙ্কাল উদ্ধার হওয়ার খবর পেয়ে আমরা ছুটে যাই। কঙ্কালটি শৌভিকের কি না তা জানি না। পুলিশই খতিয়ে দেখছে পুরো বিষয়টি।’

  • Link to this news (এই সময়)