• বিকেলে সমুদ্রস্নানে নেমে তলিয়ে গিয়েছিলেন, ৩৬ ঘণ্টা পরে মন্দারমণিতে উদ্ধার নিখোঁজ পর্যটকের দেহ
    এই সময় | ২৪ নভেম্বর ২০২৫
  • মন্দারমণির সমুদ্রে স্নান করতে নেমে শনিবার বিকেলে তলিয়ে যান বছর ২৫ বয়সি পর্যটক সুব্রত বসু। খবর পেয়ে সেই দিন থেকেই তল্লাশি শুরু করা হয়। কিন্তু প্রায় ৩৬ ঘণ্টা তাঁর কোনও হদিশ পাওয়া যায়নি। সোমবার সকালে ওই পর্যটকের দেহ উদ্ধার করল পুলিশ। এ দিন সকালে মন্দারমণিতেই ভেসে ওঠে তাঁর দেহ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পরে দেহটি তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে।

    জানা গিয়েছে, সুব্রত তাঁর তিন বন্ধু এবং এক বান্ধবীর সঙ্গে মন্দারমণিতে বেড়াতে এসেছিলেন। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানে। শনিবার বিকেলে তিনি মন্দারমণির সমুদ্রের অপেক্ষাকৃত নির্জন অংশে স্নান করতে নেমেছিলেন। সেই সময়েই তিনি তলিয়ে যান। যেখানে ঘটনাটি ঘটে, সেখানে নুলিয়ারা ছিলেন না বলে জানা গিয়েছে।

    তাঁর বন্ধুরাই সুব্রতর তলিয়ে যাওয়ার বিষয়টি জানান নুলিয়াদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্পিডবোট নিয়ে চলে তল্লাশি অভিযান। শনি ও রবিবার তল্লাশির পরেও সুব্রতর কোনও খোঁজ পাওয়া যায়নি। এ দিন তাঁর দেহ উদ্ধারের পরে মন্দারমণি কোস্টার থানার ওসি অর্কদীপ হালদার জানান, ঘটনার খবর পাওয়ার পরে নুলিয়া-সহ উদ্ধারকারী দল স্পিড বোট নিয়ে তল্লাশি চালায়। সোমবার সকালে ওই যুবকের দেহ মন্দারমণির সমুদ্রেই ভেসে ওঠে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)