জেলা নির্বাচনী আধিকারিক ও ERO-দের নিয়ে জরুরি বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সোমবার রাত আটটায় সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক ও ২৯৪ জন ERO-র সঙ্গে জরুরি ভিত্তিতে ভিডিয়ো কনফারেন্স করবেন রাজ্যের CEO মনোজকুমার আগরওয়াল।
৪ ডিসেম্বরের মধ্যে এনিউমারেশন ফর্ম বিলি ও আপলোডিং-এর কাজ শেষ করতে হবে। সেই কাজের অগ্রগতি কতটা, তা জানতেই সোমবারের জরুরি বৈঠক বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, ৪ ডিসেম্বরের মধ্যে সমস্ত ফর্ম আপলোড না হলে কী হবে? কমিশনের স্পষ্ট বক্তব্য, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যখন জানিয়ে দিয়েছেন— ৪ ডিসেম্বরের মধ্যে আপলোডিংয়ের সব কাজ হয়ে যাবে, তাহলে সেটাই হবে। তার অন্যথা হবে না।
অনেকেরই অভিযোগ, এত দিন পরেও ১০০ শতাংশ ফর্ম বিলি হয়নি। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ফর্ম বিলি ১০০ শতাংশই হয়ে গিয়েছে। কিন্তু, কিছু টেকনিক্যাল কারণ, মূলত ডেটা এন্ট্রির জন্যই পুরো রিপোর্টে ১০০ শতাংশ দেখানো যাচ্ছে না। ফর্মের ডিজিটাইজ়েশন ও অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নজরে রেখে এ দিনের বৈঠক বলেই মনে করা হচ্ছে।