• ‘অভিজ্ঞদের ১০ নম্বর কিছুতেই দেওয়া চলবে না’, SLST চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল রাজপথ
    এই সময় | ২৪ নভেম্বর ২০২৫
  • ১০ নম্বর বাতিলের দাবি। সেই দাবিকে সামনে রেখে রাজপথে মিছিল নতুন চাকরিপ্রার্থীদের। সেই মিছিলে দফায় দফায় উত্তেজনা। সোমবার এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল মৌলালি চত্বরে। বিক্ষোভকারীদের বাধা দিতেই পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় SLST-2 2025-এর চাকরিপ্রার্থীদের। বিক্ষোভকারীদের দাবি, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ এ ভাবে বাধা দিতে পারে না। আন্দোলন বানচালের চেষ্টা করছে প্রশাসন। আন্দোলন কাকে বলে, দেখিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন চাকরিপ্রার্থীরা।

    এ দিন মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেন SSC SLST-2 2025-এর নতুন চাকরিপ্রার্থীরা। সেই মতো মৌলালি থেকে মিছিল শুরু হতেই বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

    সুপ্রিম কোর্টের নির্দেশে গত সেপ্টেম্বরে SSC শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয়। সেই SLST-2 পরীক্ষায় ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়া আনটেন্টেড পরীক্ষার্থীরা যেমন বসেছিলেন, নতুন ক্যান্ডিডেটরাও পরীক্ষা দেন।

    ২০১৬ সালের যোগ্যদের অতিরিক্ত ১০ নম্বর দিচ্ছে কমিশন। যা নিয়ে বিরোধিতায় ময়দানে নামে নতুন চাকরিপ্রার্থীরা। তাঁদের বক্তব্য, ‘আমাদের ঠকানো হয়েছে। আগে যাঁরা স্কুলে পড়িয়েছেন, তাঁদের ১০ নম্বর দেওয়া হয়েছে। এটা অবৈধ। আমরা এটা মানব না।’ দফায় দফায় বাধা পেলেও, পুলিশের বাধা সরিয়েই এসএন ব্যানার্জি রোড ধরে ধর্মতলার দিকে এগিয়ে যায় মিছিল।

  • Link to this news (এই সময়)