আজকাল ওয়েবডেস্ক: ফের ভয়াবহ দুর্ঘটনা হাওড়ায়। স্কুল থেকে বাড়ি ফেরার পথেই পুকুরে উল্টে পড়ল পড়ুয়াদের পুলকার। পুলকারে একাধিক স্কুল পড়ুয়া ছিল। এখনও পর্যন্ত তিন স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও দুই স্কুল পড়ুয়া।
সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর পৌনে তিনটে নাগাদ, উলুবেড়িয়ায়। নিহত ও আহতরা এক বেসরকারি স্কুলের পড়ুয়া ছিল। স্কুল থেকে পুলকারে করে বাড়ি ফিরছিল তারা। তাদের বয়স সাত থেকে ১১ বছরের মধ্যে। স্থানীয়রা জানিয়েছেন, পড়ুয়াদের পুলকারটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। অন্যান্য গাড়ির সঙ্গে রেষারেষির জেরে পুকুরে উল্টে পড়ে।
তড়িঘড়ি করে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে। পাঁচ পড়ুয়াকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। রাজ্যের জনস্বাস্থ্য দপ্তরের মন্ত্রী পুলক রায় আজকাল ডট ইন-কে জানিয়েছেন, 'ওই গাড়িতে পাঁচজন স্কুল পড়ুয়া ছিল। তিনজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি হাসপাতালে যাচ্ছি।'