ধানখেত থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য
বর্তমান | ২৪ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মালদহ: হরিশ্চন্দ্রপুরে ধানখেত থেকে সদ্যোজাত শিশুকন্যার মৃতদেহ উদ্ধার। আজ, সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রামে। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সদ্যোজাতের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, সদ্যোজাতের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জমিতে ধান কাটতে এসে কয়েকজন কৃষক একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পায়। প্রথম দিকে সেই ব্যাগটি খোলার সাহস হয়নি কৃষকদের। পরে সাহস করে তারা ব্যাগটি খোলে। আর ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় কৃষকদের। তারা দেখেন একটি সদ্যোজাতের মৃতদেহ রয়েছে ব্যাগটির ভিতরে। তার গায়ে একটি নার্সিংহোমের ট্যাগও দেখতে পান তারা। তবে এই নিয়ে মালদহে পরপর দুটি ঘটনা ঘটল। এর কয়েকদিন আগে প্রায় একই ঘটনা ঘটেছিল ইংলিশবাজার শহরে।