• ভগবানপুরে খাল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কাঁথি: এসআইআরের ইনিউমারেশন ফর্ম পূরণ সহ ব্যক্তিগত কাজের জন্য দিল্লি থেকে বেশ কয়েকদিন আগেই বাড়িতে এসেছিলেন শেখ আনোয়ার(২৭)। গত বৃহস্পতিবার দিদির বাড়ির যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তারপর থেকেই আর কোনও খোঁজ ছিল না তার। আজ, সোমবার সকালে আনোয়ারের মৃতদেহ পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার গোপীনাথপুর এলাকায় খাল থেকে উদ্ধার হয়।এদিন সকালে প্রথমে তার মৃতদেহটি ভেসে আসতে দেখা যায় খালে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়েই পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আনোয়ারের বাড়ি ভগবানপুরের কোটবাড় চৌখালি এলাকায়। গত, বৃহস্পতিবার থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পেশায় শ্রমিক আনোয়ার দিল্লিতে কাজ করত বলে জানা গিয়েছে। কীভাবে এই মৃত্যু, পুলিশ তা জানতে তদন্ত শুরু করেছে। তবে মৃতের দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি বলে পুলিশ জানিয়েছে। আনোয়ারের পরিবারের তরফে খুনের অভিযোগ করা হলেও এখনও এফআইআর দায়ের করা হয়নি।  
  • Link to this news (বর্তমান)