• উলুবেড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল পুলকার, ৩ পড়ুয়ার মৃত্যু
    বর্তমান | ২৪ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: নিয়ন্ত্রণ হারিয়ে উলুবেড়িয়ার বহিরা শ্মশানতলা এলাকায় পুকুরে পড়ল পুলকার। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তিনজন পড়ুয়ার। জখম হয়েছে আরও দু’জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার বিকেল সাড়ে ৩টে নাগাদ জগদীশপুরের একটি বেসরকারি কিন্ডারগার্ডেন স্কুল থেকে ৫ জন পড়ুয়াকে নিয়ে আসছিল একটি গাড়ি। বহিরা দাসপাড়ার দিকে যাওয়ার সময় শ্মশানতলার কাছে ওই গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর পড়ুয়াদের নিয়ে রাস্তার পাশে থাকা একটি পুকুরে পড়ে যায় গাড়িটি।দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তড়িঘড়ি গাড়ির ভিতর থেকে আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তিনজন পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া। রেষারেষি না কী যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা সেটি খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। বর্তমানে পুকুর থেকে তোলা হয়েছে ওই গাড়িটিকে। 
  • Link to this news (বর্তমান)