• আজ সন্ধে ৬টার পর বেরোচ্ছে এসএসসি নবম-দশমের ফল
    দৈনিক স্টেটসম্যান | ২৪ নভেম্বর ২০২৫
  • সোমবার সন্ধে ৬টার পর এসএসসির নবম-দশম পরীক্ষার ফলপ্রকাশ হবে। কমিশনের ওয়েবসাইটে ফল দেখা যাবে। একাদশ-দ্বাদশে ডাক পাননি এমন অনেক চাকরিহারা প্রার্থী নবম-দশমের ফলপ্রকাশের অপেক্ষায় রয়েছেন। সোমবার ফল প্রকাশ হলেই স্পষ্ট হয়ে যাবে, তাঁদের চাকরি থাকছে কি না।

    নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। প্রায় ছাব্বিশ হাজার প্রার্থীর চাকরি বাতিল করে শীর্ষ আদালত। এর পর নতুন করে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ অনুসারে পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন। শুধু শিক্ষক নয়, নতুন করে পরীক্ষা দিতে হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদেরও। সেই পরীক্ষাও খুব শীঘ্রই হওয়ার কথা। এরই মধ্যে সোমবার নবম-দশমের ফলপ্রকাশ হতে চলেছে।

    একাদশ-দ্বাদশের ফলাফল প্রকাশের পরপরই অনেক অযোগ্য প্রার্থীর পরীক্ষায় বসার অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল যাতে কোনও ভাবেই অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে না পারে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফিরদৌস শামিম। মামলা গ্রহণ করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। শুনানি চলাকালীন বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, অযোগ্যদের প্রত্যেকের নাম পরিচয় পুরো ডিটেল তথ্য দিয়ে বের করতে হবে। এই বিতর্কের মধ্যেই আজ, সোমবার ফলপ্রকাশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)