উত্তরপ্রদেশ এখন দেশের বৃহত্তম টু-হুইলার বাজার, এক বছরে ৪৬ লাখের বেশি রেজিস্ট্রেশন
প্রতিদিন | ২৪ নভেম্বর ২০২৫
হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশ এখন ভারতের বৃহত্তম টু-হুইলার বাজারে পরিণত হয়েছে। সাম্প্রতিক শিল্প রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্যে প্রায় ৪৬ লাখ নতুন টু-হুইলারের রেজিস্ট্রেশন হয়েছে। এটি দেশের ব্যবহৃত মোট টু-হুইলারের ১৪ থেকে ১৫ শতাংশ।
উত্তরপ্রদেশে টু-হুইলারের এই ব্যাপক বিক্রির পিছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, মধ্যবিত্ত ও গ্রামীণ মানুষের ক্রয়ক্ষমতা। গ্রামীণ পর্যটন বৃদ্ধি, ছোট শিল্পের প্রসার এবং কর্মসংস্থান কর্মসূচির কারণে গ্রামে মানুষের আয় উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। ফলে গ্রামীণ পরিবারগুলি এখন উন্নত মাইলেজ ও কম রক্ষণাবেক্ষণের বাইক বা স্কুটার কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে গ্রামীণ টু-হুইলার ক্রয় বার্ষিক ১৭ শতাংশ হারে বেড়েছে।
দ্বিতীয়ত, রাজ্যের শক্তিশালী যুব সমাজ এই বাজারের অন্যতম মূল চালিকাশক্তি। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং স্টার্টআপ সংস্কৃতির কারণে তরুণ-তরুণীরা অর্থনৈতিক ভাবে মজবুত হচ্ছেন। শহরাঞ্চলে কর্মরত প্রায় ৬০ শতাংশ টু-হুইলার ক্রেতাই যুব সম্প্রদায়।
এছাড়াও, রাস্তাঘাটের ব্যাপক উন্নতি ছোট টু হুইলার বিক্রির বাজার আরও বাড়িয়ে তুলতে সহায়তা করেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ও রাজ্য সড়কগুলির উন্নয়নের ফলে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা এখন সহজ হয়েছে। উল্লেখ্য, ২০২৪-২৫ সালে উত্তরপ্রদেশে প্রায় দেড় লাখ ইলেকট্রিক টু-হুইলার বিক্রি হয়েছে, যা ভারতে সর্বোচ্চ। ব্যবসায়িক অনুকূল পরিবেশের কারণে এই বাজার আগামী বছরগুলিতেও আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।