• তামিলনাড়ুতে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৬, শোকপ্রকাশ স্ট্যালিনের
    প্রতিদিন | ২৪ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা তামিলনাড়ুতে। সোমবার টেনকাসি জেলায় দু’টি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে মোট ৬ জনের। আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছে প্রশাসন। দুর্ঘটনায় নিহতদের প্রতি শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্য়ালিন।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বাস মাদুরাই থেকে সেনকোট্টাই যাচ্ছিল। অন্যটি টেনকাসি থেকে কোভিলপাত্তি যাচ্ছিল। মাঝপথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে দু’টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন এবং দমকল বাহিনী উদ্ধারকাজ চালায়। নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ২৮ জন আহতকে। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ছয় জনের। প্রাথমিক তদন্তের পর এক পুলিশকর্তার দাবি, মাদুরাই থেকে আসা বাসটি বেপরোয়া গতিতে চলায় দুর্ঘটনা ঘটেছে।

    দুর্ঘটনায় নিহতদের প্রতি শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। আহতদের চিকিৎসার বিষয়ে নিশ্চিত করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “টেনকাসি কাদায়নাল্লুরে বাস দুর্ঘটনায় ছয় জনের মর্মান্তিক প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।”
  • Link to this news (প্রতিদিন)