• বেঙ্গালুরুতে পাঁচতারা হোটেলে তরুণী বিমানকর্মীকে ‘ধর্ষণ’, কাঠগড়ায় পাইলট
    প্রতিদিন | ২৪ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুতে একটি পাঁচতারা হোটেলে এক তরুণী বিমানকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠল পাইলটের বিরুদ্ধে। গত ১৯ নভেম্বর হায়দরাবাদের বেগমপেট থানায় নির্যাতিতা লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা হায়দরাবাদের বাসিন্দা। গত ১৮ নভেম্বর রাতে তিনি একটি হোটেলে উঠেছিলেন। ওই একই হোটেলে ছিলেন অভিযুক্ত পাইলট। অভিযোগ, ধূমপান করার অছিলায় তিনি ওই বিমানকর্মীকে বাইরে ডেকে নিয়ে যান। তার কিছুক্ষণ পরই তাঁকে জোর করে নিজের ঘরে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বছর ষাটেকের ওই পাইলট। এরপর গত ১৯ নভেম্বর হায়দরাবাদে ফিরে বেগমপেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তারপরই তদন্তে নামে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে অভিযুক্ত পাইলটের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

    বেগমপেট থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তরুণীর অভিযোগের সম্পূর্ণ রিপোর্টটি বেঙ্গালুরুর হালাসুরু থানায় পাঠানো হয়েছে। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলেও অশ্বাস দেওয়া হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)