• অধিকাংশ মন্ত্রীই কোটিপতি, বিহারে নতুন মন্ত্রিসভার কতজনের রয়েছে ‘ক্রিমিনাল রেকর্ড’?
    প্রতিদিন | ২৪ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের জনতা বিপুল ভোটে জয়ী করেছেন এনডিএ প্রার্থীদের। মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এনডিএর ২৪ নেতা। কিন্তু তাঁদের মধ্যে অন্তত ৫০ শতাংশই ফৌজদারি মামলায় অভিযুক্ত! পরিসংখ্যান বলছে, নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহার মন্ত্রিসভায় থাকা ১১জনের বিরুদ্ধেই ঝুলছে ফৌজদারি মামলা। তার মধ্যে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর।

    গত বৃহস্পতিবার শপথ নিয়েছে বিহারের নতুন মন্ত্রিসভা। ১৪ জন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। কিন্তু অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মসের পরিসংখ্যান বলছে, তাঁদের মধ্যে ৬জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। জেডিইউ থেকে নীতীশ ছাড়া আরও ৮ জন মন্ত্রী হয়েছেন। তাঁদের মধ্যেও দু’জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) দুই বিধায়ক শপথ নিয়েছেন মন্ত্রী হিসাব, দু’জনের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা রয়েছে। হামের একমাত্র মন্ত্রীও ফৌজদারি মামলায় অভিযুক্ত।

    বিহারের মন্ত্রিসভার অন্তত ৯৮ শতাংশই কোটিপতি। ২৪ জনের মধ্যে ২১ জনেরই ১ কোটির বেশি সম্পত্তি রয়েছে। সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে বিজেপি মন্ত্রী রামা নিষাদের ঝুলিতে। ৩১ কোটি ৮৬ লক্ষ টাকার সম্পদ রয়েছে তাঁর। বিহারের মন্ত্রীদের সম্পত্তির হিসাব বলছে, গড়ে ৫ কোটি ৩২ লক্ষ টাকার মালিক প্রত্যেকেই। বিহারের দরিদ্রতম মন্ত্রী এলজেপির সঞ্জয় কুমার। তাঁর সম্পত্তির পরিমাণ ২২.৩ লক্ষ।

    বিহারের দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রী থাকার কৃতিত্ব নীতীশ কুমারের ঝুলিতে। তিনি প্রায় ২০ বছর ধরে একাধিক মেয়াদে এই পদে রয়েছেন। কখনও আরজেডি তো কখনও বিজেপির সঙ্গে জোট করে ৯ বার মুখ্যমন্ত্রী হন তিনি। প্রথমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন সমতা পার্টির হয়ে। সেবার মাত্র ৭ দিন কুরসিতে ছিলেন। তারপর ধীরে ধীরে বিহারের রাজনীতিতে অবিচ্ছেদ্য হয়ে ওঠেন নীতীশ। দশমবার এমন এক মন্ত্রীসভাকে নেতৃত্ব দেবেন তিনি, যার প্রায় ৫০ শতাংশের বিরুদ্ধেই ঝুলছে ফৌজদারি মামলা।
  • Link to this news (প্রতিদিন)