• ইলেকট্রনিক্স উৎপাদনের গ্লোবাল হাব উত্তরপ্রদেশ, কর্মসংস্থানের সুযোগ বাড়ছে যোগীরাজ্যে
    প্রতিদিন | ২৪ নভেম্বর ২০২৫
  • হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রযুক্তিনির্ভর শিল্পের উন্নয়নে বেশি জোর দিচ্ছেন। উত্তরপ্রদেশ এখন ইলেকট্রনিক্স উৎপাদন ও আইটি বিনিয়োগের একটি বৈশ্বিক কেন্দ্রে পরিণত হয়েছে। রাজ্য সরকার গত সাড়ে আট বছরে প্রথাগত শিল্প থেকে ভবিষ্যৎ-কেন্দ্রিক ডিজিটাল অর্থনীতির দিকে মনোযোগ দিয়েছে। স্টার্টআপ, সেমিকন্ডাক্টর, উচ্চ-মূল্যের ইলেকট্রনিক্স এবং ডেটা-ভিত্তিক শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

    উত্তরপ্রদেশ ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং নীতি ২০২৫ এবং সেমিকন্ডাক্টর নীতি ২০২৪ চালু হওয়ায় রাজ্যে বিনিয়োগের সুযোগ বেড়েছে। এর ফলে বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা রাজ্যে দ্রুত ও সরল প্রক্রিয়ায় ব্যবসা করার সুযোগ পাচ্ছেন।

    পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ সালে উত্তরপ্রদেশের ইলেকট্রনিক্স রপ্তানি ৩,৮৬২ কোটি টাকা থেকে বেড়ে ৪৪,৭৪৪ কোটি টাকায় পৌঁছেছে। অন্যদিকে তথ্য প্রযুক্তি (আইটি) রপ্তানিও ৫৫,৭১১ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৮২,০৫৫ কোটি টাকা। রাজ্যটি এখন দেশের মোট মোবাইল ফোন উৎপাদনের প্রায় ৫৫ শতাংশ তৈরি করে।

    এই অগ্রগতি দেশের ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ প্রচারাভিযানকে পূর্ণতা দিয়েছে। উন্নত আইনশৃঙ্খলা, কম লজিস্টিক খরচ, দ্রুত সিঙ্গেল-উইন্ডো ক্লিয়ারেন্স এবং প্রযুক্তি-সচেতন তরুণ কর্মীর কারণে এই রাজ্যটি বিশ্ব সংস্থাগুলির কাছে একটি উচ্চ-আস্থার গন্তব্য হয়ে উঠতে শুরু করেছে। এর ফলে রাজ্যের যুবকদের জন্য আইটি খাতে আরও চাকরির সুযোগ তৈরি হচ্ছে। সরকার এখন চিপ ফেব্রিকেশন এবং ইভি ইলেকট্রনিক্সের দিকে নজর দিচ্ছে। ২০৪০ সালে ভারতকে ৫ ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে উত্তরপ্রদেশের এই উত্থান একটি বড় ভূমিকা নিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)