সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুষ্ঠু প্রশাসনিক কাজে বাধা দিচ্ছেন বুথ স্তরের আধিকারিকরা। (বিএলও)। বাড়িতে এলে ওদের ঘরে তালাবন্ধ করে আটকে রাখুন। এমনই নিদান নিলেন ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি। তাঁর এই মন্তব্যের পরই শুরু হয়ে গিয়েছে বিতর্ক।
সম্প্রতি একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে ইরফান বলেন, “সকলের উচিত এসআইআর-এর বিরুদ্ধে প্রতিবাদ করা। বিএলওরা যদি আপনাদের বাড়িতে আসেন, তাহলে তাঁদের ঘরে ঢুকিয়ে তালাবদ্ধ করে রাখুন। ওরা ভোটার তালিকা থেকে আপনার নাম মুছে ফেলতে আসছে। তাই ওদের আটকে রাখুন। আমি আসার পরই তাঁদের ছাড়বেন।” তিনি আরও বলেন, “বিভিন্ন প্রশাসনিক কাজে বাধা দিচ্ছেন বিএলও-রা। সুষ্ঠুভাবে তা সম্পন্ন করতে দিচ্ছেন না। তাই ওদের আটকে রাখুন।” এসআইআরের বিরুদ্ধে প্রথম থেকেই সুর চরিয়ে এসেছে বিরোধীরা। বিজেপি এবং নির্বাচন কমিশনকে এক আসনে বসিয়ে তাঁরা লাগাতার আক্রমণও শানিয়েছে। এবার এসআইআর-এর বিরোধিতা করে সরাসরি বিএলওদের আটকে রাখার নিদান দিলেন আনসারি।
প্রসঙ্গত, ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিল্লির রামলীলা ময়দানে হতে চলেছে কংগ্রেসের এসআইআর বিরোধী মিছিল। পাশাপাশি, দেশজুড়ে পাঁচ কোটি মানুষের স্বাক্ষর অভিযানেও নামছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল। বাংলা-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা হওয়ার এক সপ্তাহের মধ্যে কলকাতার রাজপথে সংবিধান হাতে পথে নেমেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই একই কাজ করতে কংগ্রেসের লেগে গেল এতদিন সময়।