• মর্মান্তিক! রেললাইন পেরনোর সময় বন্দে ভারতের ধাক্কা, বেঙ্গালুরুতে প্রাণ গেল ২ নার্সিং পড়ুয়ার
    প্রতিদিন | ২৪ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দুর্ঘটনাগ্রস্ত বন্দে ভারত। রবিবার বেঙ্গালুরুর শহরতলি এলাকায় দুই নার্সিং পড়ুয়ার মৃত্যু হয়েছে। সোমবার, পুলিশ এই খবর জানিয়েছে।

    নিহত দুই পড়ুয়া হলেন, ১৯ বছরের স্টার্লিং এলিজা শাজি এবং ২০ বছরের জাস্টিন জোসেফ। দু’জনেই কেরলের বাসিন্দা। বেঙ্গালুরুর একটি বেসরকারি নার্সিং কলেজে পড়াশুনা করতেন তাঁরা দু’জনেই।

    পুলিশ জানিয়েছে, দুপুর ২.৩৫ মিনিট নাগাদ চিক্কাবানাভারা রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে ওই দুই পড়ুয়া রেল লাইন পার করার চেষ্টা করছিলেন। কলেজ থেকে বাড়ি ফেরার সময় রেল লাইনের উপরে, বেলাগাভিগামী বন্দে ভারত তাঁদের ধাক্কা মারে। ট্রেনের অত্যন্ত দ্রুত গতির কারণে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

    রেলওয়ে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তদন্তকারীরা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। এটা দুর্ঘটনা নাকি এর পিছনে আত্মহত্যার সম্ভাবনা রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বেঙ্গালুরু গ্রামীণ রেলওয়ে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট জমা করেছে।

    অক্টোবর মাসেও একই রকম আরেকটি ঘটনা ঘটে। বিহারের পূর্ণিয়ার কাছে একটি বন্দে ভারত ট্রেন পথচারীদের ধাক্কা দেয়। এই ঘটনায় চারজনের মৃত্যু হয়, একজন গুরুতর আহত হন।
  • Link to this news (প্রতিদিন)