শিক্ষা প্রতিষ্ঠানেও সুরক্ষিত নন ছাত্রীরা। উত্তরপ্রদেশের দেওরিয়ার ঘটনা আবারও স্কুলের অন্দরে পড়ুয়াদের সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। অভিযোগ, ডকুমেন্টে ভুল রয়েছে এই বাহানায় ছুটির দিনে ছাত্রীকে অফিসে ডেকে ধর্ষণ করেন স্কুল ম্যানেজার। ঘটনায় পুলিশে দায়ের হয়েছে অভিযোগ।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের দেওরিয়া গ্রামের এক স্কুলের ছাত্রীকে জরুরি তলব করেন ম্যানেজার। তিনি জানান, ছাত্রীর গুরুত্বপূর্ণ নথিতে মারাত্মক ভুল রয়েছে। তা ঠিক করতে তাকে স্কুলে আসতে হবে। ম্যানেজারের ফোন পেয়ে সাত-পাঁচ না ভেবে রবিবার ছুটির দিনেই স্কুলের অফিসে হাজির হয়ে যায় সে। অভিযোগ, ফাঁকা স্কুলের অফিসে মেয়েটিকে জোর করে আটকে রেখে যৌন অত্যাচার চালান ওই ম্যানেজার। এর পরে রক্তাক্ত ওই ছাত্রী বাড়িতে পৌঁছে পরিবারকে সব কথা জানায়। সঙ্গে সঙ্গে থানার দ্বারস্থ হন তাঁরা।
নাবালিকার বয়ানের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) যথাযথ ধারায় মামলা দায়ের করে অভিযুক্ত স্কুল ম্যানেজার শ্রাবণ কুশওয়াহাকে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্রীকে মেডিক্যাল পরীক্ষায় পাঠিয়েছে তদন্তকারীরা। জানা গিয়েছে, ওই স্কুলটির কোনও বৈধ রেজিস্ট্রেশন নেই। ওই ঘটনার ২ দিন আগেই স্কুলের বিরুদ্ধে ব্লক এডুকেশন অফিসারও নিয়ম ভঙ্গের অভিযোগ করেছেন বলে জানা গিয়েছে।