অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আরও এক BLO। হুগলি জেলার ওই BLO-এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার চুঁচুড়া থেকে কল্যাণীতে রেফার করা হয় তাঁকে।
বাঁশবেড়িয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ১৪৮ নম্বর বুথের BLO আবু তোহরাব বিন আমান। রবিবার সন্ধেয় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যথা নিয়ে চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি হন। সোমবার অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী গান্ধী হাসপাতালে রেফার করা হয়।
আবু তোহরাব আইএম হাই মাদ্রাসার প্রাথমিক বিভাগের শিক্ষক। SIR-এর কাজে যুক্ত তিনি। পরিবারের দাবি, কাজের মারাত্মক চাপ। এ নিয়ে মানসিক চাপে আছেন। কয়েক দিন ধরে ঠিকমতো খাওয়া ঘুমও হচ্ছিল না। রবিবার অসুস্থ হয়ে পড়েন।
সদর মহকুমাশাসক অয়ন নাথ জানান, এ বিষয়ে তিনি এখনও কিছু জানেন না। খোঁজ নিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। এ দিকে বাড়ির ছেলের এমন অবস্থা হওয়ায় চিন্তায় পরিবারের সকলে।