• পা ভাঙল তৃণমূল নেতা কুণালের! ভর্তি হাসপাতালে
    আজকাল | ২৫ নভেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: স্নানঘরে গিয়ে পা ভাঙল তৃণমূল নেতা কুণাল ঘোষের। তাঁর বাড়িতেই এই ঘটনাটি ঘটে৷ আহত অবস্থায় কুণাল ঘোষকে ভর্তি করা হয়েছে সল্টলেকের এক হাসপাতালে৷ বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন রাজ্য তৃনমূলের সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র৷ আগামী মঙ্গলবার তাঁর অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে। বছর দুয়েক আগে ফুটবল খেলতে গিয়েও পা ভেঙেছিল কুণালের। 

    এই বিপত্তি ঘটে সোমবার দুপুর দেড়টা নাগাদ৷ উত্তর কলকাতার গড়পার রোডের বাড়িতে স্নানঘরে ঢুকেছিলেন কুণাল৷ সেই সময়েই আচমকা পিছল খেয়ে মেঝেতে পড়ে যান তিনি। তৃণমূল নেতার ডান পায়ের হাড় ভেঙে গিয়েছে বলে খবর৷ এমনকী চোট লেগেছে তাঁর মাথাতেও। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আগামী মঙ্গলবার তাঁর অস্ত্রোপচার হবে। 

    এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কলকাতা রেফারি ক্লাবের মাঠে  ফুটবল খেলতে গিয়ে পা ভেঙেছিল কুণাল ঘোষের। সেই সময় তাঁর বাঁ পায়ের হাড় ভেঙেছিল। খবর অনুযায়ী, 'রিপোর্টাস কাপ' এর ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা চলাকালীন এই বিপত্তি ঘটেছিল। ফলস্বরূপ তাঁর বাঁ পায়ে গুরুতর চোট লেগেছিল। খেলা চলাকালীন মাঝপথেই মাঠ ছেড়ে সাইডলাইনে গিয়ে বসতে হয়েছিল তৃণমূল নেতাকে। প্রথমে এটি সামান্য চোট বলে বিশেষ গুরুত্ব দেননি নেতা। কিন্তু ধীরে ধীরে যন্ত্রণা বাড়তে থাকলে অবস্থার অবণতি হয়। ভর্তি করানো হয় কলকাতার এক হাসপাতালে। 

    পরে কুণাল ঘোষ জানিয়েছিলেন, তাঁর বাঁ পায়ের ফিবুলাতে ফ্র‍্যাকচার হয়েছে৷ এমনকী পায়ে প্লাস্টারও করতে হয়েছিল তাঁকে। পরে ওই পায়ে অস্ত্রোপচার করে প্লেট বসানো হয়েছিল। এই ঘটনার বছর দুয়েকের মাথায় অন্য পায়ের হাড় ভাঙল তৃণমূল নেতা কুণাল ঘোষের৷
  • Link to this news (আজকাল)