• সোমবার পর্যটকের মৃত্যু হল সান্দাকফুতে
    আজকাল | ২৫ নভেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: যাদবপুর থেকে শুক্রবার দুইজন পর্যটক পাহাড়ে বেড়াতে আসেন। শেষ দুই দিন সুখিয়া পোখরির লেপচা জগতে ছিল। রবিবার টুংলিংয়ে গিয়েছিলেন। সোমবার সকালে টুংলিং থেকে সান্দাকফু যান। সেখানে পৌঁছানোর ১০ মিনিটের মধ্যেই অসুস্থ্য হয়ে পড়েন ৭২ বছর বয়সী অনিন্দিতা গাঙ্গুলি। দুপুর ১:৩০ টা নাগাদ চিকিৎসার জন্য তাকে ফিরিয়ে, সুখিয়াপোখরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

    জিটিএ'র ডেপুটি চেয়ারম্যান রাজেশ চৌহান বলেন, ''সান্দাকফু গিয়ে এক বয়স্কা মহিলা অসুস্থ্য হয়ে যান। সুখিয়া পোখরি হাসপাতালে ফিরিয়ে আনার সময়েই, রাস্তায় মারা যান ঐ মহিলা। সঙ্গে থাকা অপরজন অজন্তা ব্যানার্জী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যেক পর্যটকদের শারিরীক পরীক্ষা করেই পাহাড়ে ওঠার জন্য বারবার প্রচার করে থাকি। এই সময়কালে সতর্কতা অবশ্যই প্রয়োজন। জেলা পুলিশ সুপার প্রবীন প্রকাশ বলেন, একজন পর্যটকের মৃত্যুর খবর রয়েছে। বয়স্ক ঐ মহিলা যাদবপুরের বাসিন্দা। তাঁর মৃতদেহ ময়না তদন্ত করেই প্রকৃত কারণ জানা যাবে''।
  • Link to this news (আজকাল)