তামিলনাড়ুর তেনকাশিতে দুটি বাসের মধ্যে সংঘর্ষ, মৃত কমপক্ষে ৬
বর্তমান | ২৫ নভেম্বর ২০২৫
চেন্নাই, ২৪ নভেম্বর: তামিলনাড়ুর তেনকাশিতে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। জখম কমপক্ষে ২৮। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদুরাই থেকে সেনকোট্টাইয়ের দিকে যাচ্ছিল একটি বাস, অপরটি আসছিল তেনকাশিতে তখনই ঘটে দুর্ঘটনাটি। এই দুর্ঘটনার জেরে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের কর্মীরা। দুটিই বেসরকারি বাস।পুলিশ জানিয়েছে, মাদুরাই থেকে সেনকোট্টাইয়ের দিকে যে বেসরকারি বাসটি যাচ্ছিল তার চালকের জন্যই ঘটেছে দুর্ঘটনাটি। ওই বাসটির গতি বেশি ছিল। জখম ২৮ যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানাচ্ছে পুলিশ। দুর্ঘটনাটি কীভাবে ঘটল? তদন্ত শুরু করেছে পুলিশ।