নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদে ফের এসআইআর আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়। বেলডাঙার বাসিন্দা কমল নন্দী (৫২) নামের এক ব্যক্তি অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই তিনি তাঁর বাবা-মায়ের কোনও নথি খুঁজে পাচ্ছিলেন না বলেই অভিযোগ। বাবা-মায়ের নথি না থাকায়, ইনিউমারেশন ফর্ম জমা দেওয়ার পর যদি নাম বাদ যায়! সেই আতঙ্কে গতকাল, রবিবার দুপুরে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গতকাল ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ, সোমবার তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। একসময়ে বিহারে বাড়ি ছিল কমলবাবুর। কিন্তু গত ৩০ বছর ধরে মুর্শিদাবাদের বেলডাঙায় ছিলেন তিনি। বেশ কয়েক বছর আগে তাঁর মা বাবা-মারা গিয়েছেন। তাঁদের কাগজপত্র কিছু না পাওয়াতেই সমস্যায় পড়ে যান কমলবাবু।