• আলোচনায় অণ্ডকোষ! সিলিকন অঙ্গ বসিয়ে ক্যানসারজয়ী চেতনকে বাঁচাল জেলা হাসপাতাল...
    ২৪ ঘন্টা | ২৫ নভেম্বর ২০২৫
  • তপন দেব: অন্ডকোষে টিউমার ধরা পড়েছিল। পরে তা, ক্যানসারে রুপ নিতেই চিন্তায় পড়ে যায়। তড়িঘড়ি অপারেশন। পরে অন্ডকোষ বাদ দিয়ে তাতে কসমেটিক অন্ডকোষ স্হাপন করে অপারেশন। সিলিকন কম্পানির তৈরী অন্ডকোষ স্হাপন করা হল আলিপুরদুয়ারের বঞ্চুকামারি সাতকোদালির ৬২ বছর বয়স্ক চেতনদাস ভকতের। অপারেশন খুব মেজর না হলেও কসমেটিক এই অন্ডকোষ সচরাচর পাওয়া যায় না। জেলা হাসপাতালে এমন অপারেশন খুব কম হয়। 

    রুগি থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সকলেই এই নতুন অপারেশনে খুশি। মূলত এই ধরনের অপারেশনে মানব দেহে সংযুক্তিকরন হওয়া খুব কঠিন। সিংহভাগ সময় তা রিজেক্ট করে দেয় দেহ। কিন্তু এই রুগির ক্ষেত্রে তেমন কিছু হয়নি। ফলে অপারেশনের ক্ষেত্রে এটা একটা বড় সাফল্য। 

  • Link to this news (২৪ ঘন্টা)