মোদির অযোধ্যা সফর, রামমন্দিরে ‘ধর্মধ্বজ’ উত্তোলনের আগে সরযূ তীরে নজিরবিহীন নিরাপত্তা
প্রতিদিন | ২৫ নভেম্বর ২০২৫
হেমন্ত মৈথিল, অযোধ্যা: অযোধ্যার রামমন্দিরের চূড়ায় আগামী ২৫ নভেম্বর বিশালাকৃতির গেরুয়া পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার আগে প্রশাসন চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থার তৈয়ারি নিয়েছে। যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ইতিমধ্যেই।
মোট ৬,৯৭০ জন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে এটিএস-এর বিশেষ কম্যান্ডো, এনএসজি-এর স্নাইপার এবং সাইবার বিশেষজ্ঞরা। মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় অ্যান্টিড্রোন প্রযুক্তি এবং উন্নত নজরদারি ব্যবস্থা চালু আছে।
পুলিশ সুপার থেকে শুরু করে মাঠ পর্যায়ের আধিকারিকরা যৌথ সমন্বয়ে একসঙ্গে কাজ করছেন। ভিড় নিয়ন্ত্রণ, তল্লাশি, বিস্ফোরক শনাক্তকরণ এবং জরুরি পরিষেবার জন্য বিশেষ দল মোতায়েন করা হয়েছে। বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড, ভিভিআইপি সুরক্ষা দল, দমকল ও ট্রাফিক ডিভিশন সহ দ্রুত সাড়াদানকারী দলগুলি সক্রিয় রয়েছে।
নিরাপত্তার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মাইন শনাক্তকারী ইউনিট, এক্স-রে স্ক্যানার, হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর এবং সিসিটিভি নজরদারি ব্যবস্থা।
মোট ১৪ জন পুলিশ সুপার, ৩০ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ৯০ জন ডেপুটি এসপি সহ ট্রাফিক ব্যবস্থাপনার জন্য প্রায় ১,০০০ কর্মী মোতায়েন আছেন। বিশেষ নিরাপত্তা ইউনিটে ২টি এটিএস কম্যান্ডো দল এবং ২টি এনএসজি স্নাইপার ইউনিট রয়েছে। এছাড়াও, প্রযুক্তিগত নজরদারির জন্য প্রায় ৯০ জন বিশেষজ্ঞ এবং ৪ জন সাইবার কম্যান্ডো কাজ করছেন। ভিভিআইপি রুট এবং মন্দির চত্বরে কঠোর নিরাপত্তা প্রোটোকল মেনে চলা হচ্ছে।