দশ হাজার বছর পর ইথিওপিয়ায় জাগল আগ্নেয়গিরি, আবু ধাবিগামী বিমান ফেরাল ইন্ডিগো
প্রতিদিন | ২৫ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশ হাজার বছর পর জেগে উঠেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি। যাকে বিজ্ঞানীরা বলছেন বিরল ঐতিহাসিক এবং প্রাকৃতিক ঘটনা। তার জেরে ব্যাহত আরবগামী একাধিক উড়ান পরিষেবা। সোমবার কন্নুর থেকে আবু ধাবিগামী ইন্ডিগোর ৬ই ১৪৩৩ বিমানটিকে ঘুরিয়ে আহমেদাবাদে বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমানসংস্থার তরফে জানানো হয়েছে, নির্বিঘ্নে আহমেদাবাদে নামানো হয়েছে বিমানটিকে। যাত্রীরা নিরাপদে আছেন।
বিগত দশ হাজার বছর ঘুমিয়ে ছিল ইথিওপিয়ার ‘হেলি গুব্বি’ আগ্নেয়গিরি। রবিবার সেটি জেগে উঠেছে। শুরু হয়েছে ভয়ংকর অগ্ন্যুৎপাত। ওই অঞ্চলের কয়েক শো কিলোমিটারের মধ্যে দিয়ে বিমান চলাচলে বিপদের শঙ্কা রয়েছে। ভয়াবহ ধোঁয়ার কুণ্ডুলী আবু ধাবিগামী উড়ানপথে বাঁধা তৈরি করতে পারে, এই আশঙ্কায় ইন্ডিগোর বিমানটিকে আহমেদাবাদে ঘোরানো হয়। সোমবার সন্ধের পর থেকে দিল্লি ও জয়পুর থেকে আরবগামী বিমান চলাচলেও নজর রাখা হয়েছে। বেশ কয়েকটি বিমানসংস্থা ইতিমধ্যে দুর্ঘটনা এড়াতে পথ পরিবর্তন করেছে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে আকাসা এয়ার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা আন্তর্জাতিক বিমান চলাচল নীতি অনুসারে আগ্নেয়গিরির কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা আরও জানিয়েছে যে যাত্রীদের নিরাপত্তাই তাদের “সর্বোচ্চ অগ্রাধিকার”। উল্লেখ্য, ইথিওপিয়া পূর্ব আফ্রিকার দেশ। অন্যদিকে ইউএই-র রাজধানী শহর আবু ধাবি। উভয় দেশের মাঝে রয়েছে লোহিত সাগর, আরব সাগর, ইয়েমেন ও সৌদি আরবের একাংশ। আরব সাগরের উপর দিয়েই উড়ান দেয় ভারতের আরবগামী বিমানগুলি।