• প্রবল গতিতে বাইক চালানোই কাল! তালদিতে মর্মান্তিক মৃত্যু সদ্য বিবাহিত দম্পতির
    প্রতিদিন | ২৫ নভেম্বর ২০২৫
  • দেবব্রত মণ্ডল, ক্যানিং: প্রবল গতিতে বাইক চালানোই কাল হল! ভয়াবহ দুর্ঘটনায় রাস্তায় ছিটকে গেলেন স্বামী-স্ত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হল সদ্য বিবাহিত ওই দম্পতির। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার তালদি (Taldi) রাজাপুর এলাকায়। ওই দম্পতির নাম কৌশিক মিস্ত্রী ও রেশমি সাউ মিস্ত্রী। দুঃসংবাদ পৌঁছতেই পরিবারে শোকের ছায়া নেমেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৌশিক ও রেশমির বছর খানেক আগে বিয়ে হয়েছিল। ওই দম্পতি বারুইপুরের বেলেগাছি পঞ্চায়েতের দক্ষিণ ঘোলার বাসিন্দা। জানা গিয়েছে, আজ, সোমবার বাইক নিয়ে ওই দম্পতি বেরিয়েছিলেন। বাইকটি চালাচ্ছিলেন কৌশিক। পিছনে বসেছিলেন রেশমি। তালদি রাজাপুর এলাকার ক্যানিং-বারুইপুর রোডের বেলেগাছি পোল সংলগ্ন এলাকা দিয়ে বাইকটি যাচ্ছিল। প্রবল গতিতে ওই বাইক চালানো হছিল বলে খবর। একটি ডাম্পারের সঙ্গে বাইকটির ধাক্কা লাগে।

    প্রবল গতির জন্য সংঘর্ষে রাস্তার বেশ কিছুটা ছিটকে যান ওই দম্পতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। রাস্তাতেই পড়ে থাকে স্বামী-স্ত্রীর রক্তাক্ত দেহ। দুমড়েমুচড়ে গিয়েছিল বাইকটি। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। খবর যায় বারুইপুর থানায়। পুলিশ দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দম্পতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  • Link to this news (প্রতিদিন)