সান্দাকফুতে ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি, প্রবল শ্বাসকষ্টে মৃত্যু যাদবপুরের বৃদ্ধার
প্রতিদিন | ২৫ নভেম্বর ২০২৫
ধনরাজ ঘিসিং, দার্জিলিং: পরিবারের সঙ্গে সান্দাকফু বেড়াতে গিয়েছিলেন বৃদ্ধা। সেখানে পৌঁছেই প্রবল শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় তাঁর। অস্কিজেনের অভাবে মারা গেলেন তিনি। মৃতার নাম অনিন্দিতা গঙ্গোপাধ্যায়। তিনি কলকাতার যাদবপুরের বাসিন্দা।
শীতের শুরুতেই পর্যটকরা ভিড় জমিয়েছেন পাহাড়ে। দার্জিলিংয়ে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে। স্লিপিং বুদ্ধ দেখার টানে পর্যটকরা পাড়ি দিচ্ছেন সান্দাকফুতেও। কিন্তু মরশুমের শুরুতেই মর্মান্তিক খবর। আজ, সোমবার সান্দাকফুতে প্রবল শ্বাসকষ্টে প্রাণ হারালেন ৭২ বছর বয়সী ওই বৃদ্ধা পর্যটক। জিটিএ সূত্রে জানা গিয়েছে, মৃত পর্যটকের নাম অনিন্দিতা গঙ্গোপাধ্যায়। তিনি তাঁর বোনের সঙ্গে চারদিন আগে দার্জিলিংয়ে পৌঁছে লেপচা জগতে গিয়েছিলেন। এরপর তাঁরা তুমলিংয়ে যান। লক্ষ্য ছিল সান্দাকফু যাওয়া। আজ সোমবার সকালে তাঁরা গাড়ি করে সান্দাকফু পৌঁছেছিলেন। তারপরই প্রবল শ্বাসকষ্ট শুরু হয় ওই বৃদ্ধার। তাঁকে দ্রুত সুখিয়াপোখরি হাসপাতালে নামিয়ে আনা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা অনিন্দিতা দেবীকে মৃত বলে ঘোষণা করেন।
জিটিএ-র ভাইস চেয়ারম্যান রাজেশ চৌহান বলেন, “সান্দাকফুতে পৌঁছনোর ১০-১৫ মিনিট পর অনিন্দিতা দেবীর শ্বাসকষ্ট শুরু হয়। সিঙ্গালিলা ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের সদস্যরা তাঁকে দ্রুত গাড়িতে সুখিয়াপোখরি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে আমরা সেখানে পৌঁছই। কিন্তু অনেক চেষ্টা করেও লাভ হয়নি। হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।” চৌহান জানান, জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর মৃত পর্যটকের দেহ শিলিগুড়িতে পাঠানো হবে। বাড়িতে দেহ নিয়ে যেতে যেন সমস্যা না হয় সেটাও জিটিএ দেখছে। সুখিয়াপোখরির বিডিও আরোগ্য গোঠাও বলেন, “উচ্চতার কারণে অক্সিজেনের অভাবে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তিনি বয়স্ক ছিলেন। তাই চাপ নিতে পারেননি।”
বিডিও জানান, প্রায় ১২ হাজার ফুট উঁচু পশ্চিমবঙ্গ-নেপাল সীমান্তে দার্জিলিং জেলার সিঙ্গালিলা শৈলশিরায় অবস্থিত সান্দাকফুতে মরশুমের শুরুতে পর্যটকের ঢল নেমেছে। অনেকেই সেখানে ভিড় করছেন। সেরকমই কলকাতা যাদবপুরের বাসিন্দা দুই বোন অনিন্দিতা গঙ্গোপাধ্যায় এবং অজন্তা বন্দ্যোপাধ্যায় সোমবার সান্দাকফুতে বেড়াতে যান। তাঁরা চারদিন আগে দার্জিলিংয়ে পৌঁছেছিলেন। দু’দিন লেপচা জগতে ছিলেন। এরপর তুমলিংয়ে যান। সেখান থেকে দুপুর ১টা নাগাদ সান্দাকফুতে পৌঁছান। ১৫ মিনিটের মধ্যে অনিন্দিতা দেবীর শ্বাসকষ্ট শুরু হয়।