• BLO-রাই ‘হিরো’, ক্ষোভ প্রশমনে কী কী দাওয়াই রাজ্যের CEO-র
    এই সময় | ২৫ নভেম্বর ২০২৫
  • কেউ খাবার টেবিলে বসে হাউ হাউ করে কাঁদছেন। কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। কেউ কাজের চাপে চরম সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ঘরের সামনে গিয়ে ধর্নায় বসেন BLO অধিকার রক্ষার কমিটির সদস্যরা। SIR শুরু হওয়ার পর থেকে জেলায় জেলায় BLO-দের অভিযোগ বাড়ছে প্রতিনিয়ত। সময়মতো কাজ শেষ হবে তো? কাজ শেষ না হলে কী শাস্তির মুখে পড়তে হবে? আশঙ্কা প্রায় সকলের মনে। এ দিন সাংবাদিক বৈঠক করে BLO-দের সংশয় দূর করার চেষ্টা করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

    সাংবাদিক বৈঠক থেকে এ দিন BLO-দের কাজের ভূয়সী প্রশংসা করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি বলেন, ‘শেষ ২০ দিন ধরে প্রচুর পরিশ্রম করছেন রাজ্যের প্রতিটি BLO। রাজ্যের BLO-দের ‘হিরো’ বলেও সম্বোধন করেন তিনি। কার্যত BLO-দের ক্ষোভ প্রশমন করার সবরকম চেষ্টা করা হয়।

    SIR চলাকালীন রাজ্যের তিন BLO-র মৃত্যু হয়েছে। গত কয়েকদিনে একাধিক BLO অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই কাজের চাপের অভিযোগ তুলেছেন BLO-রা। মনোজ জানান, কী ভাবে বিএলও-দের মৃত্যু হয়েছে, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কমিশনকেও জানানো হবে। এর পাশাপাশি যদি কোনও BLO কাজের মধ্যে অসুস্থ হয়ে পড়েন, তা হলে সংশ্লিষ্ট ERO-কে জানিয়ে অব্যাহতি জনতা পারবেন। ERO প্রয়োজন বুঝে ওই এলাকায় BLO পরিবর্তন করতে পারবেন।

    এই বিষয়টি আরও নমনীয় মনোভাব প্রকাশ করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি বলেন, ‘আমাদের রাজ্যে এখনও কোনও BLO-কে শাস্তি দেওয়া হয়নি। শাস্তি দেওয়া হবে না। কাজে কোনও ভুল হলে বা অনিয়ম হলে সংশ্লিষ্ট ERO তাঁকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন।’ অন্য রাজ্যে BLO-দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও এ রাজ্যে সেটা হয়নি, ইচ্ছা করে কেউ অন্যায় করলে তখন শাস্তির কথা ভাবা হবে বলে জানিয়ে দেন CEO।

    রাজ্যে বর্তমানে ৮০,৬৮১ জন বিএলও SIR-এর কাজে নিযুক্ত রয়েছে। এর মধ্যে ১২১ জন BLO তাঁদের কাজ ১০০ শতাংশ শেষ করে ফেলেছেন। ৯০% কাজ শেষ করে ফেলেছেন ৫,৭৪২ জন। ৮০ থেকে ৯০% কাজ শেষ করেছেন ৭,৯২৮ জন। ভালো পারফর্ম্যান্স রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার। এই জেলার ২৭ জন ১০০% কাজ শেষ করে ফেলেছেন, যা সর্বাধিক। ১০০% কাজ শেষ করার তালিকায় একজনও নেই দক্ষিণ কলকাতা ও পশ্চিম বর্ধমানে।

  • Link to this news (এই সময়)