• আজ রামমন্দিরে ধ্বজা উত্তোলন প্রধানমন্ত্রীর
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: আজ, মঙ্গলবার অযোধ্যার রামমন্দিরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ধ্বজা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ২০২৪ সালের ২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধন করেছিলেন মোদি। কিন্তু সেই সময় রামমন্দির তৈরির কাজ সম্পূর্ণ হয়নি। নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার পর রীতি মেনে মন্দিরের শিখরে গেরুয়া ধ্বজা বা পতাকা বসানো হবে। মঙ্গলবার সেই ধ্বজা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। তাঁর দপ্তর সূত্রে জানা গিয়েছে, ত্রিকোণ পতাকাটির উচ্চতা দশ ফুট ও দৈর্ঘ্যে ২০ ফুট। পতাকার মাঝে আঁকা থাকবে উদিত সূর্য যা ভগবান রামের প্রতীক। এছাড়া পতাকায় ‘ওম’ ও কোবিদার গাছও স্থান পাচ্ছে। অযোধ্যায় গিয়ে প্রথমে সপ্তমন্দিরে যাবেন মোদি। এরপর একে একে শেষাবতার মন্দির, অন্নপূর্ণা মন্দিরে যাবেন তিনি। ওই মন্দিরগুলি দর্শনের পর রামমন্দিরে এসে রামলালা গর্ভগৃহে পুজোও করবেন তিনি। দুপুর নাগাদ মোদি ধ্বজা উত্তোলন করবেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে। 
  • Link to this news (বর্তমান)