• দুবাইয়ে তেজস ভেঙে পড়া ‘বিচ্ছিন্ন ঘটনা’, বিবৃতি হ্যালের
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: দুবাইয়ের এয়ার শোতে তেজস দুর্ঘটনা ও পাইলটের মৃত্যু ‘বিচ্ছিন্ন ঘটনা’। বিবৃতি দিয়ে জানাল নির্মাতা সংস্থা হিন্দুস্তান এরোনটিকস লিমিটেড (হ্যাল)। গত শুক্রবার দুবাই এয়ার শো-তে হ্যাল নির্মিত একটি তেজস নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। শহিদ হন বায়ুসেনার উইং কমান্ডার নমাংশ সিয়ল। দুর্ঘটনার জেরে বম্বে স্টক এক্সচেঞ্জে হ্যালের শেয়ারদর ৮ শতাংশ কমে যায়। এরপরেই সংস্থা বিবৃতি দিয়ে জানাল, বিশেষ পরিস্থিতিতে ওই দুর্ঘটনাটি ঘটেছে। তদন্তকারী সংস্থার সঙ্গে যাবতীয় সহযোগিতা করা হবে বলেও জানিয়েছে সরকারি সংস্থাটি। 

    হ্যাল জানিয়েছে, ‘দুবাইয়ে এয়ার শোতে হওয়া দুর্ঘটনাটি ব্যাতিক্রমী পরিস্থিতিতে তৈরি হওয়া একটি বিচ্ছিন্ন ঘটনা। দুর্ঘটনার কারণে সংস্থার ব্যবসা পরিচালনা বা আর্থিক পরিস্থিতিতে কোনও প্রভাব পড়েনি। এমনকি আগামী দিনে যে সব ডেলিভারি রয়েছে তাতেও কোনও প্রভাব পড়বে না।’ প্রসঙ্গত, দুর্ঘটনার পর বম্বে স্টক এক্সচেঞ্জে হ্যালের শেয়ারদর ৮ শতাংশ কমে দাঁড়ায় ৪,২০৫ টাকায়। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে সেই দর ৪ শতাংশ পড়ে দিনের সবচেয়ে কম ৪ হাজার ৪০৫ টাকা হয়। 
  • Link to this news (বর্তমান)