• অরুণাচলের তরুণীকে হেনস্তা চীনের বিমানবন্দরে, ‘ভারতীয় পাসপোর্ট অবৈধ’!
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: অরুণাচল প্রদেশে জন্ম। শুধুমাত্র এই কারণে ভারতীয় তরুণীকে হেনস্তা চীনের বিমানবন্দরে। সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘটনার কথা জানিয়েছেন পেমা ওয়াং থংডক নামে ওই তরুণী। চীনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। পেমার অভিযোগ, তাঁর কাছে বৈধ ভারতীয় পাসপোর্ট ছিল। তারপরও চীনের সাংহাই বিমানবন্দরের অভিবাসন বিভাগ ও বিমান কর্তৃপক্ষ তাঁকে ভারতীয় বলে মানতে চায়নি। তারা দাবি করে, অরুণাচল প্রদেশ চীনের অংশ। তাই পেমার ভারতীয় পাসপোর্ট অবৈধ।  গত ২১ নভেম্বর ট্রানজিট হল্টের সময় ১৮ ঘণ্টা আটকে রাখা হয় তাকে। 

    ওই দিন লন্ডন থেকে জাপান যাচ্ছিলেন পেমা। মাঝে সাংহাই বিমানবন্দরে তার তিন ঘণ্টার লে-ওভার ছিল। ওই সময়ই পেমাকে হেনস্থার মুখে পড়তে হয়। পেমা লিখেছেন, ‘আমাকে সাংহাই বিমানবন্দরে ১৮ ঘন্টা আটকে রাখা হয়। চীনের অভিবাসন বিভাগ ও বিমান সংস্থা চায়না ইস্টার্ন এয়ারলাইন্স কোঅপারেশন লিমিটেড দাবি করে, আমার জন্ম অরুণাচলে। তাই আমার ভারতীয় পাসপোর্ট অবৈধ। অরুণাচলকে তারা চীনের অংশ বলেও দাবি করে।’ পেমার দাবি, তাঁর পাসপোর্টটি বাজেয়াপ্তও করা হয়। জাপানের বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি। অরুণাচলের তরুণীর দাবি, অভিবাসন দপ্তরের কর্মী ও বিমান সংস্থার কর্মীরা তাঁকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপও করেন। এমনকি চীনা পাসপোর্টের জন্য আবেদন করারও ‘পরামর্শ’ দেন। বিমানবন্দরে তাঁকে খাবার সহ কোনও পরিষেবাই দেওয়া হয়নি বলে দাবি পেমার।

    পেমা জানিয়েছেন, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের টিকিট কেনার শর্তেই তার পাসপোর্ট ফেরত দেওয়া হয়। সাংহাই বিমানবন্দরে এই হেনস্থার জেরে তার আর্থিক ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বিমানবন্দরের ট্রানজিট এলাকার মধ্যে আটকে থাকার কারণে তিনি টিকিট বুকিং করতে পারছিলেন না। শেষ পর্যন্ত এক বন্ধুর সহযোগিতায় তিনি সাংহাইয়ের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। সেখানকার আধিকারিকদের সহযোগিতাতেই রাতে চীন ছাড়েন তিনি। 

    পেমার দাবি, এই ঘটনা ‘ভারতীয় সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত’। এজন্য বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট আধিকারিকদের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। অরুণাচলের অন্য কোনও বাসিন্দাকে যাতে ভবিষ্যতে এধরনের ঘটনার মুখোমুখি হতে না হয়, তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন ওই তরুণী। উল্লেখ্য, অরুণাচলকে নিজেদের দেশের অংশ বলে দাবি করে চীন। যদিও ভারত বরাবরই ওই দাবি নস্যাৎ করে এসেছে। 
  • Link to this news (বর্তমান)