• সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ বিচারপতি সূর্য কান্তের
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: একদিন আগেই, ২৩ নভেম্বর মেয়াদ শেষ হয়েছে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের। আজ, সোমবার দেশের ৫৩তম প্রধান বিচারপতি পদে শপথ নিলেন সূর্য কান্ত। রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আইনমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল সহ অন্যরা। দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা।

    গত রবিবার ৬৫ বছরে পা দিয়েই প্রধান বিচারপতির পদ ছাড়েন বিচারপতি গাভাই। এর আগে, প্রথামতো তৎকালীন প্রধান বিচারপতির কাছে উত্তরসূরির নাম জানতে চেয়ে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি গাভাইয়ের পর দেশের সর্বোচ্চ আদালতে দ্বিতীয় প্রবীণ বিচারপতি হলেন সূর্য কান্ত। তাঁকেই উত্তরসূরি হিসেবে বেছে নিয়ে আইন মন্ত্রকে চিঠি পাঠানো হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত প্রায় ১৫ মাস এই পদে থাকার পর ২০২৭ সালে ৯ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করবেন। এদিন হিন্দিতে শপথবাক্য পাঠ করেন প্রধান বিচারপতি। শপথগ্রহণ পর্ব শেষে তাঁকে আলিঙ্গন করেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি গাভাই। শুধু তাই নয়, প্রধান বিচারপতির জন্য নির্দিষ্ট গাড়িতে চড়ে শপথগ্রহণ অনুষ্ঠানে এলেও সেখান থেকে ব্যক্তিগত গাড়িতে ফিরে যান। রাষ্ট্রপতি ভবন থেকে ওই নির্দিষ্ট গাড়িতে চড়েই সুপ্রিম কোর্টে যান গাভাইয়ের উত্তরসূরি।

    ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি হরিয়ানার হিসারে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম সূর্য কান্তের। হিসারের সরকারি কলেজ থেকে স্নাতক হওয়ার পর ১৯৮৪ সালে রোহতকের মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হন তিনি। ২০০০ সালে হরিয়ানার কনিষ্ঠতম অ্যাডভোকেট জেনারেল হন।  ২০১৮ সালে হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতির পদে আসীন হন তিনি। ২০১৯ সালে সুপ্রিম কোর্টে যোগ দেন।
  • Link to this news (বর্তমান)