• এক-তৃতীয়াংশ চুকিয়েই ছাড় মিলবে দুই পলাতকের, প্রস্তাবে সায় সুপ্রিম কোর্টের, ১৬০ কোটি ডলারের ব্যাংক জালিয়াতি
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: ব্যাংক ঋণে প্রায় ১৬০ কোটি ডলার জালিয়াতি। এমনই অভিযোগ দেশ থেকে ফেরার দুই ধনকুবের ভাইয়ের বিরুদ্ধে। এবার ওই বিপুল অঙ্কের জালিয়াতির এক-তৃতীয়াংশ এককালীন মিটিয়ে দিলেই ফৌজদারি মামলা থেকে রেহাই মিলবে তাঁদের। এমনই আবেদনে সায় দিল সুপ্রিম কোর্ট। 

    অভিযুক্তদের নাম নীতিন ও চেতন সন্দেশারা। ফার্মাসিউটিক্যাল থেকে এনার্জি—বিভিন্ন ক্ষেত্রে তাঁদের ব্যবসা রয়েছে। ২০১৭ সালে তাঁরা আলবেনিয়ার পাসপোর্ট নিয়ে ভারত থেকে পালিয়ে যান। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী, আদালতে দু’জনের আইনজীবী মুকুল রোহতাগি এই আবেদন জানান। তিনি বলেন, দুই অভিযুক্ত ৫৭ কোটি ডলার ১৭ ডিসেম্বরের মধ্যে মিটিয়ে দিতে রাজি। এর বদলে যেন সন্দেশারা ভাইদের বিরুদ্ধে চলা সমস্ত মামলা তুলে নেওয়া হয়। সেই প্রস্তাবে রাজি হয়েছে শীর্ষ আদালত। যদিও দুই ভাই বারবারই দাবি করেছেন, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন।

    আর্থিক জালিয়াতির অভিযোগ ওঠার পর দেশ ছেড়ে পালিয়েছেন, এমন ১৪ জনের নাম ২০১৮ সালে প্রকাশ করেছিল কেন্দ্র। সেই তালিকায় বিজয় মালিয়া ও নীরব মোদির মতো শিল্পপতির সঙ্গে সন্দেশারা ভাইদের নামও ছিল। নাইজেরিয়ার স্টারলিং অয়েল এক্সপ্লোরেশন অ্যান্ড এনার্জি প্রোডাকশন নামে একটি সংস্থার মালিক ছিলেন তাঁরা। ভারতে থাকাকালীন একাধিকবার বিলাসবহুল পার্টির আয়োজন করতেন দুই ভাই। সেখানে হাজির থাকতেন বলিউডের তারকারাও। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে দ্বিধাবিভক্ত আইনজীবী মহল। অনেকেই মনে করছেন, বিরাট অঙ্কের আর্থিক জালিয়াতিতে অন্য অভিযুক্তরাও এরপর একইভাবে বোঝাপড়া করে ফেলতে পারেন। সেক্ষেত্রে তছরুপের বকেয়া কোটি কোটি টাকা আর উদ্ধার করা সম্ভব হবে না। সুপ্রিম কোর্টের আইনজীবী দেবপ্রিয় মৌলিক বলেন, ‘বিদেশে জরিমানা দিয়ে মামলা থেকে রেহাই পাওয়া যায়।’ তবে, ভারতে এমন নজির বিরল বলে জানিয়েছেন তিনি।
  • Link to this news (বর্তমান)