আমেদাবাদ: এসআইআর পর্বের মাঝে গুজরাতে মৃত্যু হল আরও এক বিএলও-র। মৃত বুথ লেভেল অফিসার (বিএলও) ডিঙ্কল সিংগোদাওয়ালা সুরাত পুরসভার কর্মী। সোমবার বাড়ির শৌচাগারে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের অনুমান, শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যু হয়েছে ডিঙ্কলের। কারণ, যে শৌচাগারে তাঁর দেহ উদ্ধার হয়েছে, সেখানে একটি গ্যাস গিজার ছিল। কোনওভাবে গিজারের গ্যাস লিক করেই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান।
দেশের বিভিন্ন রাজ্যেই বিএলও-র মৃত্যুর খবর সামনে এসেছে। কয়েকজন আত্মহত্যা করেছেন, আবার কেউ কেউ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের অতিরিক্ত কাজের চাপের অভিযোগ উঠেছে। এরমধ্যে গুজরাতের বিএলও-র মৃত্যু ঘিরেও জল্পনা শুরু হয়েছে। যদিও প্রশাসন কাজের চাপের অভিযোগ উড়িয়ে দিয়েছে। ডিঙ্কল কাজের ব্যাপারে যথেষ্ট দক্ষ ছিলেন বলেই দাবি করা হয়েছে। ডেপুটি কালেক্টর নেহা সাভানির কথায়, ডিঙ্কল খুব দ্রুত এসআইআরের কাজ করছিলেন। ইতিমধ্যেই ৪৫ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছিল তাঁর। ডিঙ্কলের মৃত্যুতে দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই স্পষ্ট হবে মৃত্যুর আসল কারণ।