বেঙ্গালুরু: হোটেলে তরুণী বিমানকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠল পাইলটের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি কর্ণাটকের বেঙ্গালুরুর। অভিযুক্ত পাইলটের নাম রোহিত সরন (৬০)। জানা গিয়েছে, চার্টার্ড বিমানের উড়ান শেষে সহকর্মীকে নিয়ে পাঁচতারা হোটেলে উঠেছিলেন ওই পাইলট। সঙ্গে ছিলেন নির্যাতিতা। সেখানেই তাঁকে ধর্ষণ করেন রোহিত। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গত ১৮ নভেম্বরের। সেদিন হায়দরাবাদের বেগমপেট থেকে অন্ধ্রপ্রদেশের পুত্তাপার্থি হয়ে বেঙ্গালুরু আসে একটি চার্টার্ড বিমান। বিমানে ছিলেন রোহিত সহ অন্যান্যরা। পরের দিন ফের পুত্তাপার্থি ফেরার কথা ছিল। তাই বিশ্রাম নেওয়ার জন্য বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেলে ওঠেন তিনজন। যুবতীর অভিযোগ, ধুমপানের নাম করে প্রথমে তাঁকে নিজের ঘরের কাছে নিয়ে যান রোহিত। এরপরেই ওই বিমানকর্মীকে জোর করে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন তিনি। ২০ নভেম্বর বেগমপেট ফিরতেই প্রথমে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে বিষয়টি জানান নির্যাতিতা। পরে বেগমপেট থানায় জিরো এফআইআর দায়ের করেন। সেটি বেঙ্গালুরুর হালাসুরু থানায় স্থানান্তরিত হয়। এবিষয়ে এক পুলিশ অফিসার বলেন, ‘ভারতীয় ন্যায় সংহিতার অধীনে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।’