চেন্নাই: দু’টি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু হল ছ’জনের। সোমবার তামিলনাড়ুর তেনকাসি জেলার এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫ জনই মহিলা। জখম ২৮ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে। পুলিশ জানিয়েছে, এদিন সকালে একটি বাস মাদুরাই থেকে সেনকোট্টাই যাচ্ছিল। মাঝপথে কাদয়ানাল্লুরে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। তেনকাসি থেকে কোভিলপট্টিগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সেটির। ঘটনার পরই উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয়রা। পৌঁছয় উদ্ধারকারী দলও।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মাদুরাই থেকে সেনকোট্টাইগামী বাসটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। সেই বাসের চালকের ভুলেই এই দুর্ঘটনা। দুটি বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে জেসিবির সাহায্য নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত অংশ কেটে তাঁদের বের করা হয়। ২৫টি অ্যাম্বুলেন্সে করে জখমদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দুর্ঘটনার সময় দু’টি বাসে মোট ৫৫ জন ছিলেন। ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আহতরা যাতে উচ্চমানের চিকিৎসা পান, তা নিশ্চিত করতে জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক ঘটনাস্থলে আসেন।