ডিসেম্বর থেকে বিশেষ অভিযান কেন্দ্রের, ফ্রি রেশন ঘিরে শংসয়
বর্তমান | ২৫ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’র খাদ্যশস্যে কি কাটছাঁটের পরিকল্পনা করছে মোদি সরকার? নাকি ২০২৯ সালের পর ফের দাম দিয়ে কিনতে হবে চাল-গম? অথবা রাজ্যের উপর তৈরি হয়েছে সন্দেহ? ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ রাজ্যে রাজ্যে শুরু হচ্ছে কেন্দ্রের বিশেষ অভিযান। ফলে এই সন্দেহ আরও জোরালো হচ্ছে। যদিও কেন্দ্র বলছে, প্রকল্পের মূল্যায়ণ করতেই এই অভিযাান। আর সেই কাজে সহায়তা করতে রাজ্যের খাদ্যদপ্তরের প্রধান সচিবকে দিল্লির কৃষিভবন থেকে মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি বিরজুলাল মিনা পাঠিয়েছেন পত্র। অভিযানের পোশাকি নাম দেওয়া হয়েছে, ‘কনকারেন্ট ইভ্যালুয়েশন।’
মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে পাইলট প্রকল্প হিসেবে উত্তরপ্রদেশ, অসম, তেলেঙ্গানা, ওড়িশা, মহারাষ্ট্রে এই অভিযান শুরু হয়েছে। লখনউয়ের অ্যাকাডেমি অব ম্যানেজমেন্ট স্টাডিজকে দায়িত্ব দেওয়া হয়েছিল কীভাবে হবে অভিযান, কোথায় কোথায় তা দরকার, তার প্রাথমিক রূপরেখা তৈরি করে দিতে। সেই মতো ঠিক হয়েছে, রাজ্যে রাজ্যে গিয়ে রেশন গ্রাহক, রেশন দোকানদার, গুদাম, রাজ্যস্তরের ভিজিলেন্স কমিটি এবং রাজ্যের খাদ্য দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলবে কেন্দ্রীয় টিম। নেওয়া হবে রিপোর্ট। তারপরই ঠিক হবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার ভবিষ্যৎ। হতে পারে প্রকল্পের পরিবর্তনও।