• কলকাতায় নথিভুক্তি ১৪ হাজার কাজের, অনুমোদন ৯ হাজারের
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাড়ায়, ওয়ার্ডে, বুথে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি শেষ হয়েছে। বিভিন্ন সমস্যা, নানা ধরনের কাজের দাবি শিবিরে গিয়ে জানিয়েছে মানুষ। সেই সমস্ত কাজ নথিভুক্ত করা হয়েছে। এবার নাগরিকদের দাবি পূরণের পালা। কলকাতা পুরসভা সূত্রে খবর, সবমিলিয়ে সাড়ে ১৪ হাজারেরও বেশি কাজ নথিভুক্ত করা হয়েছে। যার মধ্যে প্রায় ন’হাজার কাজ রয়েছে অনুমোদন প্রক্রিয়ার স্তরে। খুব শীঘ্রই কাজগুলি শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। 

    তিন নভেম্বর রাজ্যজুড়ে শেষ হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। রাজ্য সরকারের পক্ষ থেকে এই কর্মসূচিতে বুথভিত্তিক ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছিল। কলকাতা পুরসভার সামাজিক সুরক্ষা বিভাগ শহরজুড়ে এই কর্মসূচির জন্য ছিল শিবিরের আয়োজনের দায়িত্বে। সেই সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল কিছু কাজের দাবি থাকায় আলোক বিভাগও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়। তবে রাজ্য সরকারের তরফ থেকে যে অর্থ বরাদ্দ করা হচ্ছে সেই টাকা পুরসভার সচিবালয়ের তরফে বণ্টন করা হচ্ছে। পুরসভা সূত্রে খবর, এই কর্মসূচির আওতায় শহরে ১৪ হাজার ৫৮২টি কাজ নথিভুক্ত করা হয়েছে। যার মধ্যে এখনও পর্যন্ত ন’হাজারের কাছাকাছি কাজ অনুমোদন প্রক্রিয়ার স্তরে রয়েছে। পুরসভার এক শীর্ষকর্তা বলেন, কাজ নথিভুক্ত হলেই যে সেই কাজ হবে এমনটা নয়। কোন কাজগুলি বাস্তবে করা যাবে, সেগুলি বাছাই করার কাজ হচ্ছে। সেই অনুযায়ী কাজগুলি অনুমোদনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করার কাজ চলছে। তারপর হবে টেন্ডার প্রক্রিয়া। এভাবে এখনও পর্যন্ত বরো ইঞ্জিনিয়ারিং বিভাগের আওতায় প্রায় ছ’হাজার এবং ইলেকট্রিক্যাল বা আলোক বিভাগের আওতায় প্রায় তিন হাজার কাজ বিভিন্ন ধাপে রয়েছে। এর কোনওটি অনুমোদন পেয়েছে, কোনওটির টেন্ডার প্রক্রিয়া চলছে, কোনওটি আবার অনুমোদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এখনও পর্যন্ত ১০ কোটি ৮২ লক্ষ টাকা বিভিন্ন কাজের জন্য বরাদ্দ করা হয়েছে। ওই কর্তা আরও জানান, শুধুমাত্র কলকাতাতেই সম্ভবত ৩৫০ থেকে ৪০০ কোটি টাকার কাজ হবে। 

    যদিও পুর কর্তৃপক্ষ জানিয়েছে, এরকম ছোট অংক বা ছোট মাপের কাজ কলকাতা পুরসভার আওতায় এর আগে কোনওদিন হয়নি। খুব ছোট মাপের টেন্ডার করতে হচ্ছে। তা খানিক সময়সাপেক্ষ। কারণ অফিসাররা এত ছোট মাপের টেন্ডারের সঙ্গে অভ্যস্ত নন। তার উপর এই কর্মসূচির আওতায় দিনে কতগুলি কাজের জন্য টাকা বরাদ্দ করা হবে, রাজ্য সরকারের তরফে তা নির্দিষ্ট করা আছে। ফলে সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপলোড করা হলেও এই নির্দিষ্ট সংখ্যার বেশি দিনে বরাদ্দ অনুমোদন দেওয়া হবে না। যদি এই সীমারেখা তুলে দেওয়া যায় কিংবা এর পরিধি বাড়ানো সম্ভব হয়, সেই বিষয়েও চলছে আলোচনা।
  • Link to this news (বর্তমান)