• নবম-দশমে শিক্ষক নিয়োগ: ফলপ্রকাশ এসএসসি’র
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ করল এসএসসি। সোমবার রাত পৌনে আটটা নাগাদ এসএসসি তাদের ওয়েবসাইটে ফল দেখার লিঙ্ক আপলোড করে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এরপর তাঁর এক্স হ্যান্ডলে ফলপ্রকাশের কথা জানান। তিনি লেখেন, ‘...মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশনায় এবং রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় সময়মতো ফলপ্রকাশ করায় কমিশনকে সাধুবাদ। চাকরিহারা প্রার্থীদের কাছে আবেদন—সবকিছুই নিয়ম মেনে হবে। ভরসা রাখুন। ভালো থাকুন।’ প্রসঙ্গত সাত সেপ্টেম্বর লিখিত পরীক্ষা হয়েছিল। প্রায় দু’লক্ষ ৯৩ হাজার প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। শূন্যপদ রয়েছে ২৩ হাজার ২১২টি। প্রাথমিক ইন্টারভিউ তালিকা এবং বিস্তারিত নির্ঘণ্ট পরে প্রকাশ করা হবে বলে এসএসসি জানিয়েছে। 
  • Link to this news (বর্তমান)