• পোষ্য বিড়ালের মল ঘিরে দুই পড়শির তুলকালাম, বিবাদ গড়াল হাতাহাতিতে
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: প্রথমে ঝগড়া। তারপর গালিগালাজ। যা শেষপর্যন্ত গড়াল হাতাহাতিতে। মারপিট হল এবং শেষমেশ তা গড়াল থানাপুলিশে। নিমতা থানার পুলিশ জানিয়েছে, দু’পক্ষই লিখিত অভিযোগ করেছে। খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ। এতকিছুর কেন্দ্রে সামান্য কয়েকটি বিড়াল। তারা প্রতিবেশীর বাড়ির উঠোনে এবং ছাদে গিয়ে নাকি নিয়মিত মলত্যাগ করে পালায়।

    ঘটনাটি উত্তর দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের পূর্ব প্রতাপগড়ের সন্তোষ ঘোষ রোডের। সেখানকার বাসিন্দা অর্পিতা দাস। তিনি পেশায় আইটি কর্মী। মায়ের সঙ্গে থাকেন। তাঁদের প্রতিবেশী সঞ্জীব সিং নামে এক ব্যক্তি। অর্পিতাদেবী পশুপ্রেমী। বাড়িতে পোষা চারটি বিড়াল আছে। এছাড়াও বাড়ির আশপাশে থাকা দু’টি পথকুকুর ও বিড়ালকে তিনি খাবার দেন। সঞ্জীব সিংয়ের পরিবারের অভিযোগ, অর্পিতাদেবীর বাড়ির বিড়াল তাঁদের বাড়ির ছাদ ও আশপাশে মলত্যাগ করে নোংরা করে পালায়। এ নিয়ে আগেও দুই পরিবারের মধ্যে তর্কাতর্কি হয়েছে। তবে অর্পিতাদেবীদের দাবি, তাঁদের পোষা বিড়াল ‘লিটার’ নামে একটি পাত্রে মলত্যাগ করতে অভ্যস্ত। তারা মোটেও বাইরে যায় না। তবে তাতে চিঁড়ে ভেজেনি। এ নিয়ে ঝামেলা চলতেই থাকে। বাড়তেই থাকে। সম্প্রতি অর্পিতাদেবীরা সঞ্জীববাবুর বাড়ির দিকের ছাদ ও নীচতলার কিছু অংশ জাল দিয়ে ঘেরার কাজ শুরু করেছেন। বিড়ালের গতিরোধ করাই এর উদ্দেশ্য। তবে তাতেও গণ্ডগোলে খামতি পড়েনি। রবিবার দুপুরে ফের দুই পরিবারের মধ্যে ঝঞ্ঝাট শুরু হয়। অর্পিতাদেবীর অভিযোগ, সঞ্জীব সিংয়ের স্ত্রী ও ছেলে সহ পরিবারের অন্যান্য সদস্যরা তাঁদের বাড়ি চড়াও হন। বৃদ্ধা মা এবং তাঁকে মারধর করেন। পাশাপাশি শ্লীলতাহানি করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এসে কোনওভাবে পরিস্থিতি সামাল দেন। পরে দু’পক্ষ একে অপরের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। বিকেলে পুলিশ ঘটনাস্থলে আসে। দুই পরিবারের সঙ্গে কথা বলে। 

    অর্পিতাদেবী বলেন, ‘আমি আর মা বাড়িতে একা থাকি। তাই ওরা বিড়ালের অজুহাত দিয়ে আমাদের উপর হামলা চালাচ্ছে। আমাদের পোষা বিড়ালরা লিটার ছাড়া মলত্যাগ করে না। বাইরের কোনও বিড়াল ওঁর বাড়ি যেতে পারে। সমস্যা মেটাতে আমরা জাল দিয়ে ঘেরার কাজ করছি। তাও ওদের বাড়ির মহিলা ও ছেলেরা আমাদের বাড়ি ঢুকে মারধর ও নির্যাতন করেছে।’ অন্যদিকে সঞ্জীব সিংয়ের স্ত্রী সুধাদেবী বলেন, ‘ওঁদের বিড়াল আমাদের বাড়ি ঢুকে মলত্যাগ করে নোংরা করছে। ওদের বাড়ি সমস্যার কথা জানাতে গিয়েছিলাম। সেই সময় ওঁরা গালিগালাজ ও মারধর করেছে।’
  • Link to this news (বর্তমান)