• বারাকপুরে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক মহিলার, তীব্র বিক্ষোভ
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও সংবাদদাতা, কল্যাণী: লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলা ও এক বৃদ্ধের। সোমবার ঘটনা দু’টি ঘটেছে বারাকপুর এবং চাকদহে। তার মধ্যে বারাকপুরে মহিলার মৃত্যুর পর তীব্র বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, বেআইনিভাবে বাইক পার্ক করে রাখায় রাস্তা সরু হয়ে গিয়েছে। তার ফলেই এই দুর্ঘটনা।

    এদিন স্কুটি আরোহী মহিলার মৃত্যুকে কেন্দ্র করে শোরগোল পড়ে বারাকপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের লালকুঠি এলাকার ঘোষপাড়া রোডে। মৃতার নাম অর্পিতা সরকার (৪০), বাড়ি নোয়াপাড়া থানার পলতার বেঙ্গল এনামেল এলাকায়। স্কুটি চালিয়ে বারাকপুর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। লালকুঠি মোড়ে পিছন থেকে একটি লরি তাঁর স্কুটিকে ধাক্কা দেয়। তাতে তিনি রাস্তায় পড়ে যান। তখন ওই লরির পিছনের চাকা তাঁকে পিষে দেয়। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এলাকাবাসীর অভিযোগ, অনলাইন বিপণন সংস্থার কর্মচারীরা রোজ রাস্তার উপর তাঁদের বাইকগুলি দাঁড় করিয়ে রাখেন। এর ফলে রাস্তা সংকীর্ন হয়ে যাওয়ায় মাঝে-মধ্যেই লালকুঠি মোড়ে দুর্ঘটনা ঘটছে। স্থানীয় কাউন্সিলার প্রদীপকুমার সেন ঘটনাস্থলে পৌঁছলে ক্ষিপ্ত মানুষজন তাঁকেও ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে আসেন এসিপি ট্রাফিক রাজশ্রী শঙ্কর বণিক সহ টিটাগড় থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ চালক সহ লরিটিকে আটক করেছে। অন্যদিকে, চাকদহ থানার মদনপুরের রেলগেটের পুর্বদিকে বাজারের মধ্যে সোমবার লরির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম সুনীল দে (৬৮)। তাঁর বাড়ি স্থানীয় গৌরাঙ্গপাড়ায়। জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ রাস্তা দিয়ে সাইকেলে চালিয়ে ওই প্রৌঢ় বাড়ি ফিরছিলেন। তখন লরিটি ধাক্কা দেওয়ায় তিনি ছিটকে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কল্যাণীর হাসপাতালে পাঠায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।
  • Link to this news (বর্তমান)