• ২ কোটি টাকা হাতিয়ে উধাও ট্রাভেল এজেন্সির মালিক! প্রতারণার শিকার হজযাত্রীরা, নিউটাউনের ইকোপার্ক থানায় অভিযোগ
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: হজযাত্রায় যাবেন। তাই নিউটাউনের একটি ট্রাভেল এজেন্সিকে অগ্রিম টাকা দিয়েছিলেন তাঁরা। কিন্তু, অসংখ্য হজযাত্রীর কাছ থেকে মাথাপিছু ৫০ হাজার টাকা অগ্রিম নিয়ে উধাও হয়ে গিয়েছে ওই ট্রাভেল এজেন্সির মালিক! অফিসেও ঝুলছে তালা। প্রতারণার শিকার হয়েছেন নিউটাউনের কয়েকশো হজযাত্রী। এ ব্যাপারে সোমবার তাঁরা নিউটাউনের ইকোপার্ক থানার দ্বারস্থ হয়েছেন। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

    হজযাত্রীরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা গত কয়েকমাস ধরে হজযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। টাকা জমিয়ে যাওয়া নিশ্চিত করতে তাঁরা একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। ওই এজেন্সি মাথাপিছু ৫০ হাজার টাকা করে অগ্রিম নিয়েছিল। কিন্তু, গত কয়েকদিন ধরে ওই এজেন্সির মালিক উধাও। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিউটাউনে এজেন্সির অফিস। হজযাত্রীরা সেখানে গিয়ে দেখেন, তালা ঝুলছে। মাথায় বাজ পড়ে তাঁদের। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁরা সমস্যায় পড়েন। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবির পাশাপাশি, তাঁরা টাকা উদ্ধারেরও দাবি জানিয়েছেন। এ বছর তাঁরা যেতে পারবেন কি না, তাও অনিশ্চিত হয়ে পড়েছে।

    পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রায় ৪০০ হজযাত্রী ওই ট্রাভেল এজেন্সিকে টাকা দিয়েছিলেন। সংখ্যাটি আরও বাড়তে পারে। আপাতত যে হিসেব পাওয়া গিয়েছে, তাতে ২ কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলে জানা গিয়েছে। প্রতারিতের সংখ্যা বাড়লে টাকার পরিমাণ আরও বাড়বে। ওই ট্রাভেল এজেন্সির মালিক হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে টাকা নিয়েছিল। অভিযুক্তের খোঁজ চলছে। মালিকের মোবাইল ফোন বন্ধ। এই চক্রে কতজন যুক্ত রয়েছে, হজযাত্রীদের টাকা সে কোথায় স্থানান্তর করেছে, এইসব তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)