প্রতারণা, গ্রেফতার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রাক্তন ডিন!
বর্তমান | ২৫ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: গ্রিসে পাঁচতারা হোটেলে চাকরির টোপে পা দিয়ে প্রতারণার শিকার হয়েছিলেন হোটেল ম্যানেজমেন্টের এক ছাত্র। তিনি নিজের প্রতিষ্ঠানের প্রাক্তন ডিনকেই দিয়েছিলেন দেড় লক্ষ টাকা! ওই ঘটনায় নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। অবশেষে তদন্তে নেমে পুলিশ বিহার থেকে অভিযুক্ত প্রাক্তন ডিনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিশালকুমার কৈলাস। তাঁকে জেরা করে দেড় লক্ষ টাকাও উদ্ধার হয়েছে। আইনি প্রক্রিয়ার শেষে ওই ছাত্রের বাবাকে ডেকে নারায়ণপুর থানার পুলিশ দেড় লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের বাড়ি হাওড়ায়। তিনি যেহেতু হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছিলেন, তাই তাঁকে গ্রিসের একটি পাঁচতারা হোটেলে চাকরির টোপ দিয়েছিলেন ওই প্রাক্তন ডিন। কিন্তু ওই ডিনকে দেড় লক্ষ টাকার দেওয়ার পরও চাকরি হয়নি। তারপরই গত ২১ এপ্রিল ছাত্রের বাবা নারায়ণপুর থানায় প্রাক্তন ডিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযু্ক্তকে গ্রেফতার করা হয়েছে। টাকাও উদ্ধার হয়েছে। তবে ধৃত ব্যক্তি আরও কোনও ছাত্রের কাছ থেকে এভাবে টাকা নিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।