• যাদবপুরে মৃৎশিল্পীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ, চাঞ্চল্য
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুরের রামগড় বাজার এলাকায় এক মৃৎশিল্পীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে। আহত মৃৎশিল্পী নিখিল পাল গলায় আঘাত নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কে বা কারা তাঁকে খুনের চেষ্টা করল, তা জানতে তদন্ত শুরু করেছে পাটুলি থানার পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মৃৎশিল্পী এদিন সকালে তাঁর গোলায় বসে ঠাকুর তৈরি করছিলেন। সেই সময় এক অপরিচিত যুবক এসে আচমকা তাঁর গলা ও হাতে ছুরি দিয়ে কোপাতে শুরু করে। তারপর নিমেষে পালিয়ে যায়। পুলিশকে একথা নিজেই জানিয়েছেন ওই মৃৎশিল্পী। নিখিলবাবু পুলিশকে বলেন, তিনি গোলাতেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। কোনওক্রমে বাড়িতে ফোন করে বিষয়টি জানালে তাঁরা এসে তাঁকে উদ্ধার করে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। হাজির হন প্রতিবেশীরাও। খবর পেয়ে আসে পাটুলি থানার পুলিশ। নিখিলবাবুর সঙ্গে কারও শত্রুতা ছিল কি না, তদন্তে নেমে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)