SIR-এর প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করবেন তিনি। তার পরে যোগ দেবেন পদযাত্রায়। চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিলে পা মেলানোর কথা রয়েছে তাঁর।
ক্যানাডায় ভারতের জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগ উঠল খালিস্তানিদের বিরুদ্ধে। ভারত বিরোধী স্লোগানও দেওয়া হয়। ওটাওয়ায় খালিস্তানের সমর্থনে প্রতীকী গণভোটের আয়োজন করেছিল খালিস্তানিরা। সেখানেই জাতীয় পতাকার অবমাননার পাশাপাশি ভারত বিরোধী স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ।
হায়দরাবাদের শালিবান্দার একটি ইলেকট্রনিক্সের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার ভোররাতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলের দু’টি ইঞ্জিন। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে।
রাম মন্দিরের কাজ সম্পূর্ণ রয়েছে। সেই উপলক্ষে মঙ্গলবার মন্দিরে বিশেষ গেরুয়া ধ্বজা উত্তোলন অনুষ্ঠান হবে। সকাল ১০টা নাগাদ সপ্তমন্দির, শেষাবতার মন্দির এবং মাতা অন্নপূর্ণা মন্দিরে দর্শন ও পূজা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ১২টা নাগাদ মন্দির শিখরে ধ্বজা উত্তোলন হবে।
আকাশ পরিষ্কার থাকবে। মঙ্গলবার সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে বেলা গড়ালেই রোদ উঠবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাতের দিকে নামবা পারদ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।