• রাম মন্দিরে নরেন্দ্র মোদী, মতুয়া গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়, মঙ্গলবার দিনভর আর কী খবরে নজর?
    এই সময় | ২৫ নভেম্বর ২০২৫
  • অযোধ্যার রাম মন্দিরের চূড়ায় উত্তোলিত হবে বিশালাকৃতির ধ্বজা। আজ, মঙ্গলবার শুভ মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে বেলা ১১টা ৫২ মিনিট থেকে ১২টা ৩৫ মিনিট পর্যন্ত।১২ জন বৈদিক আচার্য ও তাঁদের সহযোগী দলের শঙ্খধ্বনীর মধ্যে নিশানা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    মঙ্গলবার বনগাঁ ত্রিকোণ পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। পরবর্তীতে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত তাঁর পদযাত্রা করার কথা। তবে, ঠাকুর বাড়িতে যাচ্ছেন কি না সেই দিকে থাকবে নজর।

    ফের হারের মুখে ভারত। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪৮৯ রান করেছিল। জবাবে টিম ইন্ডিয়া মাত্র ২০১ রানে গুটিয়ে যায়। তৃতীয় দিনের শেষে প্রোটিয়াদের সংগ্রহ বিনা উইকেটে ২৬ রান। দক্ষিণ আফ্রিকার লিড এখন ৩১৪ রানের। গুয়াহাটিতে নজরে থাকবে এই টেস্ট ম্যাচের।

    উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হবে চেলসি-বার্সেলোনা। ভারতীয় সময় মঙ্গলবার রাত দেড়টায় স্ট্যামফোর্ড ব্রিজে দুই দল খেলতে নামবে।

  • Link to this news (এই সময়)