• এক সপ্তাহে ৪০টি ট্রেন বাতিলের ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের, দেখে নিন তালিকা
    এই সময় | ২৫ নভেম্বর ২০২৫
  • ফের একগুচ্ছ ট্রেন বাতিল করা হলো দক্ষিণ-পূর্ব রেলওয়ের বিভিন্ন শাখায়। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (২৫-২৭ নভেম্বর) চক্রধরপুর ডিভিশনে মোট ১৬ জোড়া (৩২টি) ট্রেন বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি আকারে বাতিল ট্রেনের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৩ দিন চরম ভোগান্তির মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।

    সূত্রের খবর, রেলের লোকো পাইলটের একটি পরীক্ষাতে বেশিরভাগ কর্মীরাই নিয়োজিত থাকবেন। সেজন্যই এই সিদ্ধান্ত। অন্যদিকে, আদ্রা ডিভিশনে টানা এক সপ্তাহ (২৪-৩০ নভেম্বর) ধরে চলবে উন্নয়নমূলক নানা কাজ। এজন্য, মঙ্গলবার, ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে ৪ জোড়া (৮টি) মেমু প্যাসেঞ্জার ট্রেন।

    ১) ৬৮০৪৫/৬৮০৪৬ টাটানগর-রাউরকেল্লা-টাটানগর মেমু- ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।

    ২) ৬৮১৩৩/৬৮১৩৪ টাটানগর-বাদামপাহাড়-টাটানগর মেমু- ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।

    ৩) ৬৮১৩৫/৬৮১৩৬ টাটানগর-বাদামপাহাড়-টাটানগর মেমু- ২৫ ও ২৬ নভেম্বর।

    ৪) ৬৮১২৯/৬৮১৩০ টাটানগর-বাদামপাহাড়-টাটানগর মেমু- ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।

    ৫) ৬৮০০৩/৬৮০০৪ টাটানগর-গুয়া-টাটানগর মেমু ২৫ ও ২৬ নভেম্বর।

    ৬) ৬৮০২৫/৬৮০২৬ চক্রধরপুর-রাউরকেল্লা-চক্রধরপুর মেমু ২৫ ও ২৬ নভেম্বর।

    ৭) ৬৮০২৯/৬৮০৩০ রাউরকেল্লা-ঝাড়সুগদা-রাউরকেল্লা মেমু ২৫, ২৬ ও ১৭ নভেম্বর।

    ৮) ৬৮০৩৩/৬৮০৩৪ ঝাড়সুগদা-সম্বলপুর-ঝাড়সুগদা মেমু ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।

    ৯) ৬৮১২৫/৬৮১২৬ টাটানগর-বারবিল-টাটানগর মেমু ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।

    ১০) ৬৮০৮৫/৬৮০৮৬ টাটানগর-বারকানা-টাটানগর মেমু ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।

    ১১) ৬৮১২৭/৬৮১২৮ চাকুলিয়া-টাটানগর-চাকুলিয়া মেমু ২৬ ও ২৭ নভেম্বর।

    ১২) ৬৮১৩৭ টাটানগর-চাইবাসা মেমু ২৪, ২৫ ও ২৬ নভেম্বর।

    ১৩) ৬৮১৩৮ চাইবাসা-টাটানগর মেমু ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।

    ১৪) ৫৮১৫১/৫৮১৫২ বীরমিত্রপুর-বরশুঁয়া-বীরমিত্রপুর প্যাসেঞ্জার ২৫ ও ২৬ নভেম্বর।

    ১৫) ৫৮৬৫৯ হাতিয়া-রাউরকেল্লা প্যাসেঞ্জার ২৫ ও ২৬ নভেম্বর।

    ১৬) ৫৮৬৬০ রাউরকেল্লা-হাতিয়া প্যাসেঞ্জার ২৬ ও ২৭ নভেম্বর।

    ১৭) ৬৮০৩৫ টাটানগর-হাতিয়া মেমু ২৬ ও ২৭ নভেম্বর।

    ১৮) ৬৮০৩৬ হাতিয়া-টাটানগর মেমু ২৫ ও ২৬ নভেম্বর।

    ১৯) ৬৮০২৩/৬৮০২৪ ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।

    আদ্রা ডিভিশনেও রেলের টানা কাজকর্মের জন্য একাধিক ট্রেন বাতিল, সময় পরিবর্তন ও যাত্রাপথ সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ১) ২৫ নভেম্বর ৬৮০৪৫/ ৬৮০৪৬ আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার

    ২) ২৫ ও ২৯ নভেম্বর ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভগা - আদ্রা মেমু প্যাসেঞ্জার

    ৩) ২৮ নভেম্বর ৬৮০৮৯/৬৮০৯০ মেদিনীপুর-আদ্রা-মেদিনীপুর মেমু

    ৪) ৩০ নভেম্বর ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা - বরাভূম - আদ্রা মেমু

    অপরদিকে, বেশকিছু ট্রেনের যাত্রাপথ সীমিত করা হচ্ছে আদ্রা ডিভিশনে। জানা গিয়েছে, ১৮০১৯, ১৮০২০ ঝাড়গ্রাম - ধানবাদ - ঝাড়গ্রাম এক্সপ্রেস ট্রেন ২৪ থেকে ২৮ নভেম্বর অবধি বোকারো স্টিল সিটি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলবে। বোকারো স্টিল সিটি - ধানবাদ - বোকারো স্টিল সিটি অংশ বাতিল থাকবে। একই সঙ্গে ১৩৫০৩ , ১৩৫০৪ বর্ধমান হাতিয়া মেমু এক্সপ্রেস ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোমো পর্যন্ত সীমিত থাকবে। পাশাপাশি ৬৮০৫৬, ৬৮০৬০ টাটা - আসানসোল - বরাভূম মেমু ২৫ নভেম্বর আদ্রা পর্যন্ত চলবে। আদ্রা - আসানসোল - আদ্রা অংশ বাতিল থাকবে।

    এরসঙ্গে ৬৩৫৯৪, ৬৩৫৯৩ আসানসোল–পুরুলিয়া–আসানসোল মেমু ট্রেনটি ৩০ নভেম্বর আদ্রা পর্যন্ত চলবে। আদ্রা - পুরুলিয়া - আদ্রা অংশটি বাতিল থাকবে। রেল সূত্রে আরও জানা গিয়েছে, বিভিন্ন ধরনের কাজের জন্য বেশকিছু ট্রেনের সময় পরিবর্তন করা হচ্ছে। ৩০ নভেম্বর ১৮১৮৪ বক্সার–টাটা এক্সপ্রেস, ২৯ নভেম্বর ১৮০৬৩ হাতিয়া - খড়গপুর এক্সপ্রেস, ৩০ নভেম্বর ১৮০৩৫ খড়গপুর - হাতিয়া এক্সপ্রেস, ২৫ ও ২৯ নভেম্বর ৬৮০৮৮ ধানবাদ - বাঁকুড়া মেমু ট্রেনের সময় পরিবর্তন করা হচ্ছে। একইসঙ্গে ২৪, ২৭ ও ২৯ নভেম্বর ১২৮০২ আনন্দবিহার - পুরী এক্সপ্রেস ট্রেনটি সিপিআর - আরজেবি সেকশনে নিয়ন্ত্রণ করা হতে পারে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার জন্য স্টেশনগুলোতে নিয়মিত অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা করা হবে। সকল সংশ্লিষ্ট বিভাগকে সতর্ক থেকে নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।

  • Link to this news (এই সময়)